পদ্মা সেতু নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই

যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়ন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রোববার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম জানতে চান, পদ্মা সেতু নির্মাণের বর্তমান অবস্থা কী।

এর জবাবে মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, “পদ্মা সেতু নিয়ে পত্র-পত্রিকায় অনেক পড়ছেন, অনেক কথা শুনেছেন। আমি বলবো- পদ্মা সেতু বাস্তবায়ন হবে। সেতু বাস্তবায়নে যদি কোনো বাধা থাকে, সে বাধা দূর হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এর মধ্যে ১২০ কোটি ডলার দেওয়ার কথা বিশ্বব্যাংকের।

ওই স্থগিত ঘোষণার পর গত সপ্তাহে মালয়শিয়ার বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় পদ্মা সেতু নিয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন।

আগামী জানুয়ারির মধ্যে অর্থায়ন জটিলতার সুরাহা হবে জানিয়ে রোববারই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, তা না হলে অর্থায়নের জন্য বিকল্প খোঁজা হবে।

সাংসদ আজিম যোগাযোগমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “দেশের সড়ক-মহাসড়ক বেহাল। কিন্তু যোগাযোগমন্ত্রী সব সময় অর্থাভাবের কথা বলে বেহাল অবস্থার জন্য অর্থমন্ত্রীর দিকে আঙুল দেখান। এটা ঠিক নয়।”

যোগাযোগমন্ত্রী মন্ত্রণালয় চালানোয় সফলতা পেতে স্বতন্ত্র সাংসদ আজিমের ‘পরামর্শ’ চান।

গত অগাস্টে বেহাল মহাসড়ক নিয়ে নিজ দলীয় সাংসদদের সমালোচনায় পড়েন সৈয়দ আবুল হোসেন। সেসময় সড়ক মেরামত করতে না পারার জন্য অপ্রতুল অর্থ বরাদ্দের কথা উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়কে দুষেছিলেন যোগাযোগমন্ত্রী।

বিডি নিউজ 24

Leave a Reply