আজ পরিচালক চাষী নজরুল ইসলামের ৭১তম জন্মদিন। কমলাপুর জসীমউদ্দীন রোডে তাঁর নিজ বাড়িতে অনাড়ম্বরভাবে জন্মদিনটি পালন করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ চলচ্চিত্রের সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যের ওপর নির্মিত ছবির পরিচালক তিনি। ১৯৬১ সালে ফতেহ লোহানীর সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ওরা ১১ জন’ পরিচালনা করেন তিনি। বর্তমানে নিজের পরিচালিত ছবি ‘দেবদাস’-এর রিমেক নিয়ে ব্যস্ত আছেন এ পরিচালক। এরই মধ্যে ছবিটির শুটিং-ডাবিংয়ের কাজ শেষ হয়ে গেছে। সামনের মাসেই সেন্সরে দেওয়া হবে বলে জানান তিনি। শুভ জন্মদিন চাষী নজরুল ইসলাম। মুন্সিগঞ্জ.কমের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করছি…
Leave a Reply