শ্রীনগরে টিফিন না পেয়ে পানিতে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের শ্রীনগরে টিফিন না পেয়ে মায়ের সাথে রাগ করে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্র সেতু থেকে পানিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দিনভর চেষ্টা চালিয়েও তার লাশ উদ্ধার করা যায়নি। শনিবার দুপুরে উপজেলার বাড়ৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব বাড়ৈখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অপু খন্দকার(১১) প্রতিদিনের মত স্কুলের টিফিনের সময় তাদের বাসায় যায়। এ সময় মডেলটেষ্টে খারাপ করায় তার মা তাকে টিফিন খেতে না দিয়ে বকাঝকা করে। এতে অপু রাগ করে পার্শ্ববর্তী সেতু থেকে পানিতে ঝাপিয়ে পড়ে। সে সাতার না জানার কারনে পানিতে তলিয়ে যায়। তার সহপাঠিরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের ডুবুরিরা দেড় ঘন্টা চেষ্টা করে অপুর লাশ না পেয়ে ফেরত আসে। অপুর বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম জানান, অপু তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার বাবার নাম শামীম খন্দকার।

Leave a Reply