কলাবাগানে গৃহবধূকে হত্যার অভিযোগ

রাজধানীর কলাবাগানে এক গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত জাকিয়া রহমানের (৩৫) স্বামী মতিউর রহমান পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়। পুলিশ শুক্রবার রাত ১২টার দিকে ৫/সি সেন্ট্রাল রোডের ৭৩/জি/১ ফ্ল্যাটের বিছানা থেকে জাকিয়ার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জব্বার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

জাকিয়ার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগে।

নিহতের ভাই মো. সাকিব ঢামেক মর্গে সাংবাদিকদের বলেন, ১২ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বামী ধানমণ্ডিতে একটি কমিউিনিটি সেন্টারের ব্যবসা করেন।

তিনি বলেন, “গত চার বছর ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো। তবে কী নিয়ে এ কলহ তা আমরা জানতে পারিনি।”

কলহের জের ধরে নির্যাতনের কারণে এক বছর আগে স্বামীর বিরুদ্ধে পল্লবী থানায় জাকিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই সময় তারা পল্লবী এলাকায় বসবাস করতেন।

সাকিব বলেন, “আপুকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। কিন্তু পুলিশ বাসায় আসার আগেই তিনি পালিয়ে যান।”

বিডিনিউজ টোয়েন্টিফোর

Leave a Reply