পদ্মায় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা, ৬ যাত্রী আহত

শুক্রবার রাতে মাওয়া-মাঝিকান্দি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে সি-বোটের ছয় যাত্রী আহত হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে মাগুরখণ্ড চ্যানেলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রাতে ৯ জন যাত্রী নিয়ে একটি সি-বোট মাওয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। রাত্র সাড়ে ৮টার দিকে সি-বোটটি মাওয়া-কাওরাকান্দির মাগুরখণ্ড চ্যানেল দিয়ে যাওয়ার সময় চালক রিপন চ্যানেলে খননকাজে নিয়োজিত ড্রেজারের পাইপের ওপর উঠে সজোরে ধাক্কা লেগে সি-বোটটি উল্টে যায়। এ সময় সাঁতরে সবাই ড্রেজারের পাইপের ওপরে উঠলেও ছয়জন আহত হয়। অক্ষত অবস্থায় উদ্ধার হয় ছয় বছরের শিশুসহ দুজনকে। যাত্রীরা ড্রেজারের পাইপের ওপর আশ্রয় নেয়। রাত ৯টার দিকে মাওয়াগামী একটি ট্রলার তাদের উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসে। এ সময় আহত ছয় যাত্রী মাওয়া ঘাটের বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেয়। উল্লেখ্য, রাতে সি-বোট চালানো নিষেধ থাকলেও অতিরিক্ত ভাড়া সংক্রান্ত আইন অমান্য করে সি-বোট চালানো হচ্ছে।

কালের কন্ঠ

Leave a Reply