মাওয়া ঘাট থেকে লঞ্চঘাট সরিয়ে নেয়া হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশে

কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া থেকে লঞ্চঘাট অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে লঞ্চঘাটটি সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র উপ-পরচিালক আব্দুস সালাম। এদিকে লঞ্চঘাট সরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানতে পেরে মাওয়ায় শ্রমিকদের মাঝে ক্ষোভ দানা বাঁধছে। অপরদিকে সংশ্লিষ্টরা জানিয়েছে, “ঈদে ঘরমুখো দুরপাল্লার যাত্রী দুর্ভোগ কমানো ও জেলা পরিষদ এবং মাওয়া ফেরীঘাট কর্তৃপক্ষের মধ্যে পূর্ব-বিরোধের কারনে লঞ্চ ঘাট সরানো হয়েছে। তবে লঞ্চঘাটটি পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অধিগ্রহণকৃত জায়গায় স্থানান্তর করায় সেতু নির্মানে ঝুঁকি রয়েছে কিনা এ প্রসঙ্গে কিছু বলতে পারেনি সংশ্লিষ্টরা।

জানা গেছে, অস্থায়ীভাবে লঞ্চঘাটটি সরিয়ে নেয়া হলেও লঞ্চ মালিক সমিতির দ্বিমত নেই। তবে লোকসানে পড়তে পারেন বাস মালিকরা।

মাওয়া ঘাট পরিবহন মালিক কল্যাণ সমিতির সভাপতি মো: আলী আকবর জানান, লঞ্চঘাট সরিয়ে নেয়া হলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এ বিষয়টি তারা স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলিকে জানাবেন এবং জেলা প্রশাসক মো: আজিজুল আলমের কাছে স্মারকলিপি পেশ করবে।
বিআইডব্লিউটিএ’র উপ-পরচিালক আব্দুস সালাম জানান, মন্ত্রণালয়ের নির্দেশ আর নৌ-মন্ত্রীর মতামতে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ কমাতে লঞ্চঘাটটি সরিয়ে নেয়া হচ্ছে।

জেলা প্রশাসক মো: আজিজুল আলম জানান, পদ্মা সেতু প্রকল্পের অধিগ্রহণকৃত মাওয়া চৌরাস্তা সংলগ্ন পাড়ে লঞ্চটি সরিয়ে নেয়া হচ্ছে। এতে পদ্মা সেতু নির্মানে কোন প্রকার ক্ষতির আশংকা নেই।

Leave a Reply