শিগগিরই মাওয়া লঞ্চঘাট সরিয়ে নেয়ার কাজ শুরু হচ্ছে। ফেরিঘাট থেকে দেড় কিলোমিটার দূরে মাওয়া চৌরাস্তা সংলগ্ন নদী পারাপার এলাকায় পদ্মা সেতুর গাইড বাঁধের ওপর নেয়া হবে লঞ্চঘাট। এদিকে এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েছে পরিবহণ কল্যাণ সমিতি। অন্যদিকে, পদ্মা সেতুর গাইড বাঁধের ওপর লঞ্চঘাট স্থানান্তরের সিদ্ধান্তের বিরোধীতা করে পদ্মা সেতু কর্তৃপক্ষ জানান, এর ফলে পদ্মা সেতু বাধাগ্রস্থ হবে।
বিআইডব্লিউটিএ’র সূত্রে জানা যায়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ সপ্তাহের মধ্যেই নতুন লঞ্চঘাট চালু হবে। আপাতত ছয়মাসের জন্য ঘাটটি স্থানান্তর করা হচ্ছে। পরে স্থায়ীকরণের জন্য ব্যবস্থা নেয়া হবে।
গত কয়েকদিন আগে নৌ-মন্ত্রণালয়ের এক বৈঠকে মাওয়া চৌরাস্তার সন্নিকটে বালুচরে স্থায়ী ভিত্তিতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে সে অনুযায়ী কাজও শুরু হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এক সপ্তাহের মধ্যে নতুন লঞ্চঘাট চালু হবে।
তিনি আরো জানান, নতুন লঞ্চঘাটটি চালু হলে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি খরচও কমবে।
স্থানীয়রা জানান, লঞ্চঘাট সরিয়ে আনলে ঢাকা-মাওয়া রুটের যাত্রীরা বালুচরের নতুন লঞ্চঘাটে আসতে খানবাড়ি স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে চলার সময় ধুলোবালিতে মারাত্মক ভোগান্তির শিকার হবে। এ সময়ে রাতের যাত্রীরা চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। এছাড়া লঞ্চঘাট চৌরাস্তায় সরিয়ে আনা হলে ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলকারী তিন শতাধিক যানবাহন মাওয়া চৌরাস্তায় সরে আসবে। ফলে মাওয়া চৌরাস্তার গোলচত্ত্বরে ফেরি পারাপারের গাড়িগুলি তীব্র যানজটের মধ্যে পড়বে।
এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন, পরিবহণ কল্যাণ সমিতি। ঢাকা-মাওয়া মহাসড়কে বাস টার্মিনাল স্থাপন না করে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাওয়া থেকে লঞ্চঘাট অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সমিতির সভাপতি মো. আলী আকবর ও সাধারণ সম্পাদক গোলাম কাউসার দিলীপের স্বাক্ষরিত স্মারকলিপি রোববার নৌ-মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, সড়ক পরিবহণসহ দেশের গুরুত্বপূর্ণ ৩৫টি দফতরে স্মারকলিপি জমা দেন।
এদিকে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণ গাইড বাঁধের জায়গার ওপর দিয়ে মাওয়া স্থানান্তরীত লঞ্চঘাটের জন্য মাটি ফেলে লঞ্চঘাট তৈরি করায় পদ্মা সেতু প্রকল্পের কাজ হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের উপদেষ্টা (পুনর্বাসন) নজিবুর রহমান।
বার্তা২৪ ডটনেট
Leave a Reply