পদ্মা সেতু নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা অর্থমন্ত্রীর

পদ্মা সেতুতে বিকল্প অর্থায়ন এবং এ বিষয়ে ড. ইউনূসের ভূমিকা প্রসঙ্গে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য হিসেবে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী। বুধবার অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান অর্থমন্ত্রীর পক্ষে সংবাদ মাধ্যমে এ লিখিত ব্যাখ্যা পাঠান।

এতে বলা হয়, ‘পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়ন চিন্তা করা হচ্ছে এবং পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের ভূমিকা নেই। সংবাদ দু’টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি’।

পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘বিকল্প কৌশল অবলম্বন করা হবে এবং এর মধ্যে বিভিন্ন বিষয় থাকতে পারে যা তিনি বলতে অসম্মত হন।

বিকল্প অর্থায়ন নিয়ে কাগজে অনেক বক্তব্য বেরুচ্ছে এবং একটি বিদেশি সংস্থা তাতে আগ্রহ দেখিয়েছে। সে বিষয়ে অর্থমন্ত্রী কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, বর্তমানে পদ্মা সেতুর অর্থায়নে যে ব্যবস্থা আছে সে অনুযায়ী পদ্মা সেতু নির্মাণ হবে। শুধুমাত্র এর বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে’।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস-এর ব্যাপারে অর্থমন্ত্রীকে মোদীজ এবং আরও কিছু সূত্র প্রশ্ন করে, ‘অধ্যাপক ইউনুস-এর প্রভাবে বিদেশ থেকে সাহায্য পেতে কি অসুবিধা হচ্ছে’?

এর জবাবে মন্ত্রী বলেন, ‘গত বছর যেভাবে বিদেশি সহায়তা এসেছে এবং এ বছর ইতিমধ্যে যা এসেছে এবং যে আগ্রহ দেখা যাচ্ছে তাতে বিরূপ প্রভাবের কোন আলামত নেই’।

নিউইয়র্কে (যেখানে প্রথম আলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন) অর্থমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে বলেন, ‘অধ্যাপক ইউনুস অনেক উচ্চমহলে বিচরণ করেন এবং তাঁর বক্তব্য কী এবং তিনি কী করছেন সে সম্বন্ধে অর্থমন্ত্রী অবহিত নন। তাই অধ্যাপক ইউনুস কী করছেন সে সম্বন্ধে তাঁর মন্তব্য করা সমীচীন নয়’।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply