দ্রুততম সময়ের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে

মুন্সীগঞ্জে আইন প্রতিমন্ত্রী
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিরোধীদলীয় নেত্রীর যুদ্ধ ঘোষণা কোন ভাবেই বিচারকে বিঘিœত করবে না, দ্রুততম সময়ের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। তিনি বলেন, সচ্ছতা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে এই বিচার আন্তর্জাতিক পরিমন্ডলে একটি মডেল হয়ে থাকবে। যা আইনের শাসন প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ নজির স্থাপন হবে।

মুক্তযুদ্ধের চেতনা, মূল্যবোধ এবং বাঙালির অর্জনকে নষ্ট করে যারা সম্প্রদায়িক রাষ্ট্র তৈরীর জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। ভঙ্গ করা হয়েছিল অগ্রযাত্রার স্বপ্নকে। দেশ যখন সেসব কলঙ্কিত অধ্যায়ের সুষ্ঠু বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেখানে রোড মার্চের নামে মানবতাবিরোধী দের রক্ষার অপচেষ্টা দুঃখজনক।
তিনি বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, এম ইদ্রিস আলী এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, এ্যাডভোকেট সানজিদা খানম এমপি, জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, পিপি আব্দুল মতিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কাজী আফসার হোসেন নিমু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।


পরে তিনি ১২ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। গণপূর্ত বিভাগ ২৬ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি আপততঃ ৯তলা নির্মাণ করবে।

পরে প্রতিমন্ত্রী জেলা আইনজীবী সমিতি আয়োজিত সমিতির মিলনায়তনে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন।

মুন্সিগঞ্জ নিউজ
=============================

জোট সরকারের আমলে সংগঠিত বোমা হামলা গুলোর কোন সঠিক তদন্ত করেনি

আইন প্রতিমন্ত্রী এড্যা. কামরুল ইসলাম
কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : আইন প্রতিমন্ত্রী এড্যাভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, বিগত জোট সরকারের আমলে দেশব্যাপী যেসব বোমা হামলার ঘটনা ঘটেছিল তার কোন সঠিক তদন্ত করেনি তারা। এমনকি ২১ আগষ্ট গ্রেনেড হামলার ঘটনা নিয়ে জজ মিয়ার নাটক তৈরী করা হয়েছিল। প্রতিটি ঘটনাকে তারা সঠিক ভাবে তদন্ত না করে তা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তিনি আরো বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ্যেই যুদ্ধাপরাধী বিচার করা হবে এদেশের মাটিতেই। সরকার স্বচ্ছতার মধ্য দিয়ে যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়া তরান্বিত করবে। যে মূহুর্তে যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক সেই মূহুর্তে বিএনপি রাজাকারদের রক্ষায় কোমর বেঁধে নেমেছে।

প্রতিমন্ত্রী বলেন, ৭৫ সালে যারা জাতির জনককে হত্যার মধ্য দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তারা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে হত্যা করতে চেয়েছিল। মুকিযোদ্ধাদের অর্জনকে হত্যা করতে চেয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ভিত্তিপ্রস্তর উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আশিষ রঞ্জন দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, এম ইদ্রিস আলী এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, এড্যাভোকেট সানজিদা খানম এমপিসহ প্রমুখ নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি ভবনে সকল আইনজীবীদের সঙ্গে সতবিনিময় সভায় অংশ নেন।

=============================

স্বচ্ছতার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার হবে: আইনপ্রতিমন্ত্রী

আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধাপরাধীদের বিচার করা প্রয়োজন।

তিনি বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ্যেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে এদেশের মাটিতেই। সরকার স্বচ্ছতার মধ্য দিয়ে যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়া তরান্বিত করবে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশবাসী এবার যুদ্ধাপরাধী-রাজাকারদের চিহ্নিত করতে পেরেছেন। তাই একাত্তারের কুখ্যাত গণহত্যাকারী, ইজ্জত লুণ্ঠনকারী নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

আইন, বিচার মন্ত্রণালয়ের সচিব আশিষ রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ, জেলার পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন প্রমুখ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
=============================

Leave a Reply