জেলা হত্যা দিবস পালিত

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বৃহস্পতিবার মুন্সীগঞ্জ বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস পালিত হয়েছে। লৌহজং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের বিকালে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়লের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সফিউল্লাহ, মনির মাস্টার, আমিনুল ইসলাম বাবুল, শহিদুল মাস্টার, আলমগীর কবির খান, তোফাজ্জল হোসেন তপন, রফিকুল ইসলাম খান, নাজমুল ইসলাম শাওন, শফিক মাদবর প্রমূখ। বাদ আছর ঘোরাদৌর জামে মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে শ্রীনগর আওয়ামী লীগ অনুরূপ এক আলোচনা আয়োজন করে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, তোফাজ্জল হোসেন প্রমুখ।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply