মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মিরকাদিমের মিরাপাড়া পুকুরে সাঁতার উৎসব শেষ হয়েছে। এক সপ্তাহ আগে থেকে শুরু হওয়া এই উৎসবে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে সাঁতারুরা এখানে আসে। প্রায় ১শ’ সাতারু এই উৎসবে অংশ নেয়। শুক্রবার চূড়ান্ত দিনে অংশ নেয় বাছাইপর্ব থেকে নির্বাচিত ৫ সাতারু। এতে সকলকে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করেন ২০ বছরের যুবক নারায়ণগঞ্জের কাশীপুরের সন্তান মো. শামীম। ২য় স্থান অধিকার করেন মুন্সীগঞ্জের মিরকাদিমের সন্তান সেনাবাহিনীর সদস্য ৩০ বছর বয়সী নাজির হোসেন।
কিংস অফ চ্যানেল বজ্রেন দাসের জনপদে দীর্ঘ দিন পর এই সাতঁর প্রতিযোগিতায় বাঁধ ভাঙ্গা মানুষের ঢল নামে। একদা এই অঞ্চলের নদী নালায় নিয়মিত সাঁতার প্রতিযোগিতা হত। এখন সেই রেওয়াজ বন্ধ করে চলছে সেগুলো ভরাট আর দখলের প্রতিযোগিতায়। এতে যুব সমাজের একটি অংশ নেশাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের রক্ষায় খেলাধূলার আয়োজন এমন সাঁতার প্রতিযোগিতা গরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম যুব সংগঠনের আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মন্সুর আহম্মেদ কালাম, রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ বোরহান উদ্দিন দেওয়ান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন রেনু ও ভিপি মাহমুদ রিয়াদ।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply