ঠোঁটকাটা ও তালুকাটা ফ্রি প্লাসটিক সার্জারী ক্যাম্প শুরু

মোহাম্মদ সেলিম, মুন্সীঞ্জ থেকে : মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ৫ দিন ব্যাপী ফ্রি প্লাসটিক সার্জারি ক্যাম্প শুরু হয়েছে রবিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যাডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. প্রান গোপাল দত্ত। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্জরী ক্যাম্পের কো-অডিনেটর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের সার্জারী বিভাগের রেজিষ্ট্রার ডা. কাজী হান্নান রহমান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়ার রহমান ও মুন্সীগঞ্জের সিভিল সার্জন বনদীপ লাল দাস প্রমুখ। যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত এই ক্যম্প আগামী ২৪ নবেম্বর সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply