৬ দিনেও অপহৃত কলেজ শিক্ষার্থী উদ্ধার হয়নি

মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে অপহরণের ৬ দিন অতিবাহিত হলেও একাদশ শ্রেণীর শিক্ষার্থী অপহৃত মরিয়ম চৌধুরী শান্ত উদ্ধার হয়নি। কলেজ প্রাঙ্গণে প্রকাশ্যে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার পর ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে অপহরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করায় উল্টো বিপাকে পড়েছে ওই শিক্ষার্থীর পরিবার। অপহরণকারীরা প্রতিনিয়তই শিক্ষার্থীর বাবা ডা. মমতাজ উদ্দিন ও মাকে প্রাণনাশের হুমিক দিয়ে আসছে। গত ১৫ নভেম্বর সকালে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের পরীক্ষা দিতে এসে কলেজ প্রাঙ্গণ থেকে একদল দুর্বৃত্ত সিএনজিযোগে শিক্ষার্থী মরিয়ম চৌধুরী শান্তকে অপহরণ করে নিয়ে যায়। তার বাড়ি শহরের উপকণ্ঠ মালিপাথর এলাকায়।

শিক্ষার্থীর বাবা ডা. মমতাজ উদ্দিন দাবি করেছেন, মালিপাথর এলাকার নুরু সরদারের ছেলে শ্যামলের নেতৃত্বে ৪ জনের দুর্বৃত্ত দল তার মেয়েকে অপহরণ করে। এ ঘটনায় বাবা মমতাজ উদ্দিন বাদী হয়ে সদর থানায় বখাটে শ্যামলসহ ৪ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন জানান, কলেজ ছাত্রীকে উদ্ধারের লক্ষ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপহৃত কলেজ শিক্ষার্থীর মামা বাদশা মিয়া বলেন, মামলা রুজুর ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এমনকি কোন আসামিও গ্রেফতার হয়নি।

ডেসটিনি

Leave a Reply