মুক্তিযোদ্ধা আর রাজাকার মিলে
করেছিল এক আজব জোট,
হিসেব ছিল নির্বাচনে
মিলবে তাতে অনেক ভোট।
হিসেব তাদের মিললে সঠিক
ক্ষমতায় গিয়ে তারা,
লুটতরাজের ভাগ্য খেলায়
সবাই যে দিশেহারা।
রাজাকাররা খেলো গিলে
মুক্তিযোদ্ধার গড়া দল,
এক এগারোর জন্ম নিলে
বুঝলো তাদের কর্মফল।
দলছুট সব দলকে নিয়ে
করলো যে এক মহাজোট,
ডান আর বাম মিললে নাকি
আমজনতা দিবে ভোট।
এক পতাকায় মিললে সবাই
হিসেব তাদের পাল্লা ভারী,
শক্তহাতে হাল ধরলে তো
পারবে দিতে ভোটটা পাড়ি।
সন্ত্রাস মুক্ত থাকবে সবাই
দেশ হবে যে ডিটিটাল,
লুটেরাদের বাহু বলে
হল শেষে বেসামাল।
মধ্যমপন্থী ছিল যারা
জোট-মহাজোট হয়ে বিলীন,
নিজ অবস্থানে নেই তো তারা
শংকামুক্ত ভাবনা বিহীন।
আশংকা যে ছাড়েনি পিছু
করতে হবে নতুন কিছু।
এভাবে আর চলতে দিলে
দেশটা তারা খাবে গিলে,
রুখতে হবে শক্ত হাতে
পরিবর্তনটা আসবে তাতে।
জোট কিংবা মহাজোটের
আসুক না যে সরকার,
জন কল্যানে না আসলে
নেইকো তাদের দরকার।।
টোকিও
০৫-১১-২০১১
Sundor bastob dorm kobitar jonno donnobadh