নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধণ, আলোচনাসভা ও সাস্কৃতিক অনুষ্ঠান

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালী, মানববন্ধণ, আলোচনাসভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কালেক্টরেট ভবন থেকে র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের শিল্পকলা চত্ত্বরে মানবন্ধণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনাসভায় প্রধান অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম। জেলা মহিলা বিষয়ক কর্মকর্ত আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপ-সচিব এএসএম মাহফুজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, পৌর মেয়র একেএম ইরাদত, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন, জেলা মহিলা সংস্থার সভানেত্রী ফরিদা আহম্মেদ রুনী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, পৌর কমিশনার নারগিস আক্তার ও নারী নেতৃ জাহানারা বেগম । জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের যৌথ এই কর্মসূচীর শেষাংশে জেলা শিল্পকলা একাডেমী এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply