মাহি বি চৌধুরীর নেতৃত্বে নতুন সংগঠন

‘গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন’ নামে নতুন একটি সংগঠনের পর তরুণদের নেতৃত্বে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যাদের লক্ষ্য ওই নাগরিক সংগঠনের মতোই।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ফেইসবুক’ভিত্তিক এ সংগঠনের নাম ‘ব্লু ব্যান্ড কল’। শুক্রবার বনানী ডিআইটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের যাত্রা শুরুর ঘোষণা দেন বিকল্প ধারা বাংলাদেশের নেতা মাহি বি চৌধুরী।

দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একমত হওয়ার আহ্বান জানিয়েছে ‘ব্লু ব্যান্ড কল’।

তাদের প্রতি সংহতি জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘গণতন্ত্র ও মানবাধিকারের জন্য নাগরিক আন্দোলন’ সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার রফিক-উল হক, বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আব্দুল মান্নান, নাগরিক আন্দোলনের সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না, একই সংগঠনের নেতা পিয়াস করিম, কণ্ঠশিল্পী হায়দার আলী, সংস্কৃতিকর্মী দেবাশিষ বিশ্বাস প্রমুখ।

এ উদ্যোগের প্রশংসা করে ব্যারিস্টার রফিক বলেন, “তরুণরা হাল ধরলে দেশের রাজনৈতিক পট ঘুরে যাবে।”

বদরুদ্দোজা চৌধুরী বলেন, “বদলে যাওয়ার এ আন্দোলনে তরুণরা ডাকলে তাদের সাথেই থাকবো।”

গত ২৮ নভেম্বর নাগরিক আন্দোলন সংগঠনটির আত্মপ্রকাশের পাঁচ দিনের মধ্যে ‘ব্লু ব্যান্ড কল’ যাত্রা শুরু করলো। অনুষ্ঠান মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ এবং জেনারেল এম এ জি ওসমানীর ছবি ছিলো।

মাহি বি চৌধুরী বলেন, তরুণদের রাজনীতি সচেতন করতে প্রয়াস চালাচ্ছেন তারা।

“বাংলাদেশের প্রায় ১৪ লাখ ফেইসবুক ব্যবহারকারী তরুণের অধিকাংশই রাজনীতি ঘৃণা করে। নতুন প্রজন্ম যদি রাজনীতিকে ঘৃণা করে, তাহলে এ দেশের অগ্রযাত্রা থেমে যাবে। এ সংগঠনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার রাজনীতি শুরু করার প্রয়াস চালাবো,” বলেন তিনি।

মাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেইসবুকে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। এর বাইরেও প্রায় সাত হাজার সদস্য রয়েছে।

বিডি নিউজ 24

2 Responses

Write a Comment»
  1. nongra rajniti ar kotodin?

  2. Ami Rajniti chai bt Juddo chai na . Ami rajniti chai bt MOhila netritto chai na…..Ami rajniti chai bt mitha R Durniti chai na……Amar shopno Shundor ShopniL Sonali bangladesh N Akty Muslim Shundor desh……..!!!!!!

Leave a Reply