মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মোবাইল ফোনের মাধ্যমে জালিয়াতি চক্রগুলো হাতিয়ে নিচ্ছে সহজ সরল মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা। গভীর রাতে মোবাইল ফোনে জ্বীনজাতি পরিচয় দিয়ে ধর্মীয় কিছু কথা শুনিয়ে সহজ সরল মানুষকে প্রতারনার ফাঁদে ফেলে। এমনই ঘটনার স্বীকার হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ফুরসাইল গ্রামের ভ্যান চালক জসিম মিয়া।
জসিম মিয়া জানান, আট বছর যাবৎ ফুরসাইল গ্রামের আবুল কাশেম মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করছেন। তিনি ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তিনি। স্ত্রী-সন্তানদের নিয়ে তার দিনকাল ভালই চলছিল। কিছুদিন আগে গভীর রাতে তার মোবাইল ফোনে কল আসে, সালাম দিয়ে জ্বীনজাতি পরিচয় দেয়। এভাবে চারদিন পর্যন্ত রাত ১/২ টার দিকে নামাজ, রোজা, মাজার নিয়ে একজন বাবা একজন মা বেশে জসিমকে ছেলে বানিয়ে কথা বলে। এরপর জানায়, মাজারের ইমামের মোবাইল ফোন থেকে কথা বলছে, এই (০১৭৩০৬১৫৫৭৩) নাম্বারে টাকা পাঠানের জন্য এবং বলে দেয় কোন মানুষজাতি যেন না জানে। উক্ত নাম্বারে চারবারে ১৭০০ টাকা পাঠায় জসিম, তখন তাকে প্রতারক জানায় তোর জন্য সারে ৩ কোটি টাকার সম্পদ আল্লাহর তরফ থেকে এসেছে, তুই ত্রিশ হাজার টাকা নিয়ে আমি যেখানে যেতে বলি সেখানে স্ত্রীকে সাথে নিয়ে যাবি। পরের দিন ফোনে জানায় মহাখালী থেকে বাসে টাঙ্গাইলের মির্জাপুর থানার হাঠু ভাঙ্গা বাস ষ্টেশন যেতে। সেখানে পৌছানোর পর ফোনে বাকিটা জানায়। একটি ছেলে আসে নাম রুবেল। তার কাছে টাকা দিতে বলে। টাকা দিলে কাপড়ে পেঁচানো একটা মূর্তি দেয় সেটা বাড়িতে নিয়ে মাটিতে পুঁেত রাখতে বলে। এভাবে তিনবারে দের লাখ টাকা দিয়ে আসে। এভাবে ২০দিন অতিবাহিত হয়। প্রতারক চক্র আবার টাকা চাইলে এবার সন্দেহ হলে মাটি খুরে দেখে একটা পিতলের লক্ষ্মী মূর্তি ।
তখন সে জ্ঞান হারিয়ে ফেলে, চরা সুদে ১ লাখ টাকা ও নিজের জমানো ৫০ হাজার টাকা দিয়েছে জ্বীন নামক প্রতারককে। সিরাজদিখান থানায় জসিম মিয়া জিডি করতে গেলে ডিউটি অফিসার বলেন ঘটনাস্থল মির্জাপুর থানা ওখানে গিয়ে জিডি করুন।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply