বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, গজারিয়া শাখা শনিবার বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পোস্টার প্রকাশনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে। ‘দুর্নীতি আমরা করবো না, দুর্নীতি করতে দেবো না, বিশ্ব মানবাধিকার দিবস সফল হোক’ স্লোগান প্রতিপাদ্য করে র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি ভবেরচর বাস স্টেশন থেকে শুরু হয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, ভবেরচর বাজার, ও ভবেরচর কলিমউল্লাহ মহাবিদ্যালয় প্রদক্ষিণ করে ঈদগাঁয়ে শেষ হয়।

র‌্যালীতে সংগঠনের সভাপতি সালেহ উদ্দিন সেলিম, সহ সভাপতি ও ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম গিয়াস উদ্দিনসহ এলাকার সুধীবৃন্দ অংশ গ্রহন করেন। কলিমউল্লাহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, গজারিয়া শাখার, সাধারণ সম্পাদক এস.এম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো: শামীম ফরাজী প্রমুখ।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply