লৌহজংয়ে যুবদলের কর্মী সমাবেশে মাইক-মঞ্চ ব্যবহারে নিষেধাজ্ঞা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকাস্থ আলহাজ নান্নু বেপারি কমপ্লেক্সে গতকাল শনিবার বিকালে যুবদলের কর্মী সমাবেশে মাইক ও মঞ্চ ব্যবহারে পুলিশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে মাইক-মঞ্চ ছাড়াই ওই কমপ্লেক্স ভবনের মেঝেতে বসে অনুষ্ঠিত হয়েছে লৌহজং উপজেলা যুবদলের সমাবেশ। মাইকের ব্যবহার না করেই কর্মী সমাবেশে বক্তৃতা করেন নেতাকর্মীরা।

যুবদল নেতাকর্মীরা জানান, কর্মী সমাবেশ তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি। সমাবেশ করতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। কিন্তু হঠাৎ করেই গতকাল শনিবার সকালে লৌহজং থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সমাবেশে মাইক ব্যবহার ও মঞ্চ তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া সমাবেশস্থলে সকাল থেকেই পুলিশের নজরদারি বৃদ্ধি করে। পরে বিকাল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মধ্যদিয়ে মাইক-মঞ্চ ছাড়া সমাবেশ শুরু হয়। লৌহজং উপজেলা যুবদলের সভাপতি সাঈদ হাবীবের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্মসম্পাদক মীর নেওয়াজ আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আব্দুস সালাম মোল্লা প্রমুখ। এদিকে যুবদলের সমাবেশে নিষেধাজ্ঞার ঘটনা জানতে লৌহজং উপজেলার ইউএনও সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ডেসটিনি

Leave a Reply