জামায়াতকে না দমালে অরাজকতা সৃষ্টি হতো: এম ইদ্রিস আলী

সংসদ সদস্য এম ইদ্রিস আলী বলেছেন, “২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা আইনের আওতায় নেয়া হবে। এছাড়া জামায়াত ইসলামীকে যদি জাতীয় পর্যায় থেকে দমন করা না হতো তাহলে বর্তমানে তারা দেশে অরাজকতা সৃষ্টি করতো।”

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার শহরের জিফসি ফাস্ট ফুড কর্নারে আয়োজিত এই সভায় দলের সাংগঠনিক কাযক্রম বাড়ানোসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন বিষয়ে আলোচনা হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন ভুইয়া আফসুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান প্রমুখ।

বার্তা২৪

2 Responses

Write a Comment»
  1. @ DIGONTO. YOU ARE RIGHT! HE IS NOT TERRORIST LIKE MOHIUDDIN……..

  2. ইদ্রিস আলী আগে নিজের চিন্তা কর। তোমার পায়ের তলায় মাটি থাকে কিনা সে চিন্তা কর।

Leave a Reply