যে মাটি ধইরা আছাড় খাইছি হেই মাটি ধইরাই উঠতে চাই

মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ: আলু উৎপাদনের অন্যতম জেলা মুন্সীগঞ্জের সদর উপজেলার চাষি লাভলু বেপারী বলেন, ‘দুইবারের লোকসানে কৃষকের মাজা ভাইঙা গেছে। এইবার কৃষক একটা কথা চিন্তা কইরা আলু লাগানো শুরু করছে।’ তিনি বলেন, ‘যে মাটি ধইরা আছাড় খাইছি, হেই মাটি ধইরাই উঠতে চাই’।

কাটাখালীর চরে আলু লাগানোর সময় এই কৃষক আরও বলেন, ‘পর পর দুই বছর আলু লাগাইয়া, মাইর খাইলাম। গতবারের আলু এহনও সব বেচতে পারি নাই। হিমাগারে এখনো ৮০ মণের মতো রইয়া গেছে। গত বছর এককানি জমিতে আলু লাগাইছিলাম। এইবার কমাইয়া দিছি। এককানি থেইক্যা কিছু কম হইব। কিন্তু কি করমু মাটিতো আমাগো ঠকায় না, বেইমানি করে না। মাটিতো ফলন ভালোই দেয়। কিন্তু আমরা বেচতে গিয়া দাম পাই না।’ গতকাল সরেজমিনে জেলার বিভিন্ন এলাকার জমিতে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জে আলু আবাদে কৃষক এখন দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার ইউরিয়া সার ছাড়া বীজ ও অন্যান্য সারের দাম তুলনামূলকভাবে কম হলেও কৃষকের আলু লাগাতে উৎসাহ কম। তাই জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ বছর আলু আবাদের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়েও কম ধরেছেন। হিমাগারগুলোতে এখনো গত বছরের আলু অনেক থেকে যাওয়ায় কৃষক আবাদের শুরুতেই লাভ নিয়ে দুঃচিন্তায় রয়েছেন। ভয় ও লোকসানের আশঙ্কা নিয়ে তারা আলু চাষ করছেন। তাই মৌসুমের শুরুতেই কৃষকের মুখ ছিল মলিন। ক্ষোভ ও কষ্টের কথা ছাড়া কারও মুখেই হাসি নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে মুন্সীগঞ্জ জেলায় ৩৪ হাজার ৮২১ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ২০১০-১১ অর্থবছরে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৭ হাজার হেক্টর জমিতে। কিন্তু আবাদ হয়েছিল ৩৮ হাজার ৬ হেক্টর জমিতে। এতে আলু উৎপাদন হয়েছিল ১১ লাখ ৯৭ হাজার ১০০ মেট্রিক টন। ২০০৯-১০ অর্থ বছরে আবাদ হয়েছিল ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে। এতে ফলন হয়েছিল ১১ লাখ ৭৩ হাজার ৪৪০ মেট্রিক টন। জেলায় মোট হিমাগার রয়েছে ৭১টি। এরমধ্যে ৬৭টি সচল রয়েছে। এই পরিমাণ হিমাগারে আলুর ধারণ ক্ষমতা সাড়ে ৪ লাখ মেট্রিক টন। সূত্র মতে, গত দুই বছরই আলুর বাম্পার ফলন হয়েছিল। কিন্তু কৃষক দাম পায়নি। লোকসান দিতে হয়েছে। তাই এ বছর কৃষক আলু উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলেছে। অধিকাংশ চাষি পর পর লোকসানের কারণে আবাদ কমিয়ে দিয়েছেন। অনেকে আবার পুঁজি না থাকায় এ বছর আলু চাষ বন্ধ করে দিয়েছেন। ফলে গত দুই বছরের তুলনায় এ বছর আবাদের লক্ষ্যমাত্রা কম নির্ধারণ করতে হয়েছে।

সংবাদ

Leave a Reply