বিএনপি অফিসে তালা ॥ প্রতিবাদ সভা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখানে একই স্থানে যুবদল ও যুবলীগের সভা আহ্বান করায় রবিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপি’র পার্টি অফিসে নেতা কর্মীদের বের করে তালা লাগিয়েছে পুলিশ, ইমামগঞ্জ মাঠ ও রাজদিয়া স্কুল মাঠে প্রতিবাদ সভা করেছে যুবদল।
সোমবার উপজেলা যুবদল কর্মী সভা করতে না পেরে, যুবদলের প্রায় ৩ হাজার নেতা কর্মী বিকাল ৪ টায় ইমামগঞ্জ মাঠে প্রতিবাদ সভা কর। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর সরফত আলী সপু, উপজেলা বিএনপির সভাপতি আঃ কুদ্দুছ ধীরন, উপজেলা যুবদল সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবদল সাধারন সম্পাদক আতাউর রহমান। অপরদিকে পুলিশের বাঁধায় সোমবাড় বিকাল সাড়ে ৪টায় প্রায় দের হাজার নেতা-কর্মী রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জরো হয়ে প্রতিবাদ সভা করে, সভায় বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি এ্যাড. আঃ সালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ম যুগ্ন সম্পাদক মীর নেওয়াজ আলী, উপজেলা বিএনপি নেতা আঃ খালেক সিকদার, উপজেলা যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
জানাযায়, সকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার মোড় পেট্রোল পাম্প সংলগ্ন বালুর মাঠ ও আশপাশ এলাকায় ১৪৪ ধারাজারি করা হয়। এ নিয়ে সিরাজদিখান যুবদল ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দলের বর্তমান আবস্থা, নেতা কর্মীদের আসু করণীয় ও উপজেলা যুবদল গঠনকে সামনে রেখে সিরাজদিখান যুবদল উপজেলা মোড়ের বালুর মাঠে সভা আহ্বান করে। যুবদলের সভার তারিখ নির্ধারণ করে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। এর মধ্যে উপজেলা যুবলীগ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিরাজদিখান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার জানান, কর্মী সভা উপলক্ষে সভা আহব্বান করে পাঁচ দিন আগে লিখিত ভাবে ওসির কাছে অনুমতি চাওয়া হয়। রবিবার পর্যন্ত পুলিশ কোন নিষেধাজ্ঞা না দেওয়ায় ওই মাঠে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়। কিন্তু গতকাল সকালে পুলিশ সভা করতে নিষেধ করে। বিষয়টি নিরসনের লক্ষ্যে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষকে নিয়ে আলোচনা করে। এতে উভয়পক্ষ সিদ্ধান্তে অটল থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে সভাস্থল ও আশপাশের ৫শত গজ এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার সকাল থেকে-রাত ১২টা পর্যন্ত সভাস্থল ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
বিএনপি’র অফিস থেকে নেতা কর্মিদের বের করেদেয় পুলিশ।
রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন এ্যাড. আঃ সালাম।
মুন্সিগঞ্জ নিউজ
======================
মুন্সীগঞ্জের দুই উপজেলায় ১৪৪ ধারা জারি
মুন্সীগঞ্জের শ্রীনগরের যুবদল ও যুবলীগের সভা আহবানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করায় সোমবার কোনো দলই সভা করতে পারেনি। সভাস্থলে সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা রাজরানী কমিউনিটি সেন্টার ও আশাপাশ এলাকায় সোমবার ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এতে কোনো দল সভা করতে না পারলেও যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যুবদল নেতাকর্মীরা সভাস্থলে যেতে না পেরে উপজেলার হাষাঁড়া এলাকায় প্রতিবাদ সভা করে।
পরে দুপুরে জেলা দলীয় কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আতিয়ার হোসেন বাবুল, আব্দুল আজিম স্বপন, শহীদুল ইসলাম, তারিক কাশেম খান মুকুল, মো. শাহিন মিয়া প্রমুখ।
সভায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “সরকার ভারতে তাবেদারি করছে। রক্ষী বাহিনীর মতো র্যাব দিয়ে দেশব্যাপী গুপ্ত হত্যা চালাচ্ছে। এই গুপ্তহত্যার শিকার শুধু রাজনীতিবিদরা নয়, সাধারণ মানুষও। তারা বিরোধী দলের কার্যক্রম দমাতে প্রশাসন ও পুলিশ ব্যবহার করছে।
এদিকে সিরাজদিখানেও ১৪৪ ধারা জারি থাকায় যুবদল নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। এতে পুলিশ বাধা দিলের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ দলীয় কার্যালয়ে তালা দিলে ইমামগঞ্জ এলাকার মাঠে প্রতিবাদ সভা করে।
বার্তা২৪
====================
Leave a Reply