কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাত ৩ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। এ নিয়ে গত এক সপ্তাহে শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার কারণ উদঘাটনে পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এছাড়া উদ্ধার হওয়া ৮ লাশের মধ্যে ৩ টি লাশের পরিচয় পাওয়া গেলেও শিশুসহ অপর অজ্ঞাত ৪ জনের লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, স্থাণীয় এলাকাবাসীর খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ ধলেশ্বরী নদীর নয়াগাওঁ, হাটলক্ষিগঞ্জ ও মোল্লাচর এলাকা থেকে অজ্ঞাত ৩ যুবকের লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ১০ ডিসেম্বর মিরকাদিমের গোপপাড়া গ্রামের বাশঁ ঝাড়ের নীচ থেকে ১ দিন বয়সী নবজাতকের, ৮ ডিসেম্বর ধলেশ্বরী নদীর মোল্লারচর এলাকা থেকে ঢাকার ৫০ নং ওয়ার্ডে ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন আলামিনের লাশসহ ২ জনের লাশ এবং ৬ ডিসেম্বর সদররের চরবেশনাল এলাকা থেকে অলিদ হোসেন ও শ্রীনগরের হরপাড়া জামে মসজিদের টয়লেট থেকে শামিম নামের এক যুবকের আগুনে ঝলসানো লাশ উদ্ধার করা হয়। সূত্র জানায়, উদ্ধার হওয়া ৮ টির মধ্যে ৫টি অজ্ঞাত যুবকের লাশ ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হওয়ার পর স্বজনরা এক যুবকের লাশ সনাক্ত করলেও অপর ৪ জন ও এক শিশুর পরিচয় সনাক্ত করা যায়নি। এছাড়া সদরের বেশনাল ও শ্রীনগরের হরপাড়া থেকে উদ্ধার হওয়া ২ লাশের পরিচয় পাওয়ার এক সপ্তাহে হত্যার কারন উদঘাটনে ব্যর্থ হওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে পুলিশের সূত্র জানায়, পরিচয় সনাক্ত হওয়া ২ লাশের হত্যার কারন উদঘাটন ও শিশুসহ ৫ জনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Leave a Reply