মুন্সীগঞ্জে যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জে জেলা যুবদলের বর্ধিত সভায় নেতৃবৃন্দ বলেছেন, মহাজোট সরকার বর্তমানে ভারতে তাবেদারি করছে। রক্ষী বাহিনীর মতো র্যাব দিয়ে দেশব্যাপী গুপ্ত হত্যা চালাচ্ছে। এভাবে গুপ্ত হত্যা হতে থাকলে দেশের স্বাধীনতা থাকবে না। সেই সঙ্গে বিরোধী দলের কার্যক্রম দমাতে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে। এরই অংশ হিসেবে ১২ ডিসেম্বর যুবদলের কর্মী সভা বানচালের উদ্দেশ্যে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এমনকি সিরাজদিখানে বিএনপির দলীয় কার্যালয় তালাবদ্ধ করে দেয় পুলিশ। গতকাল মঙ্গলবার শহরের মুক্তারপুরস্থ মনাই ফকির প্লাজায় আয়োজিত জেলা যুবদলের বর্ধিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
জেলা যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চার দলীয় জোট সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হাই। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি এড্যাভোকেট আব্দস সালাম আজাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর রিপন মল্লিক, যুগ্ন সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক মীর নেওয়াজ আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
দলীয় সূত্র জানায়, অনুষ্ঠিত বর্ধিত সভায় দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, সরকার বিরোধী আন্দোলন জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Leave a Reply