সিরাজদিখানে প্রথম শহীদ মুক্তিযোদ্ধা আঃ আজিজের কবরে পুস্পস্তবক অর্পন ও স্মরণ সভা

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রথম শহীদ মুক্তিযোদ্ধা মধ্যম শিয়ালদি গ্রামের আঃ আজিজ তালুকদারের কবরে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুর রহমান, উপজেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

৪০ তম মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় পূর্ব শিয়ালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আঃ আজিজ স্মৃতি পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন, শহীদ আঃ আজিজের ভাই তালুকদার তারা, আঃ আজিজের ভাগিনা সফিকুল ইসলাম।

উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাসেম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমুল আলম খান, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার , মুক্তিযোদ্ধা গোলাম মাওলা মাস্টার, মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রভাষক সামসুল হক, প্রকাশক শাজাহান বাচ্চু প্রমূখ।

মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা আঃ আজিজ জয় বাংলা শ্লোগান দিতে দিতে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, কিন্তু তার মুখ দিয়ে পাক হানাদার বাহিনী একবারও পাকিস্তান জিন্দাবাদ বলাতে পারেনি।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ ময়না তালুকদার ও উপস্থাপনায় ছিলেন ইকবাল হোসেন।


উপরে মুক্তিযোদ্ধা আঃ আজিজ তালুকদারের কবর, নিচে স্মরণ সভায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply