ধলাগাঁও বাজারে মেছো বাঘ আটক

মুন্সীগঞ্জের ধলাগাঁও বাজারের পাশ থেকে শনিবার গ্রামবাসী একটি মেছো বাঘ আটক করেছে। এ সময় বাঘের কামড়ে আহত হয়েছেন দু’জন। গ্রামবাসী আটক মেছো বাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। আহত ইউসুফ (১৮) ও শাহীনকে (২০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বন বিভাগের সূত্রে জানা গেছে, শনিবার ভোর ছয়টার দিকে মেছো বাঘটি বাজার এলাকায় চলে আসে। এ সময় গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে এটি আটক করে। বেলা ১১ টার দিকে উপজেলা বন বিভাগের ফরেস্টার মোহাম্মদ নিজাম উদ্দিনের কাছে এটি হস্তান্তর করা হয়।

ফরেস্টার নিজাম উদ্দিন জানান, আটক মেছো বাঘটি কেনাইন প্রজাতির বণ্য প্রাণি।

বার্তা২৪

Leave a Reply