টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি বনাম আহ্বায়কের মধ্যে পিটাপিটি

জাহাঙ্গীর আলমঃ মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও আহ্বায়ক দাবীদার দু’জন সাংবাদিকের মধ্যে চেয়ার দিয়ে পিটাপিটির ঘটনা ঘটেছে। গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে খানঁ আবু বাক্কার সভাপতি এবং ফিরোজ আলম বিপ্লব নামে স্থানীয় দুই সাংবাদিক প্রেসক্লাবের ক্ষমতাকে দাবী করে এ বিরোধে জড়িয়ে পড়েন। এ বিষয়ে খানঁ আবু বকর জানান, ফিরোজ ভূয়া সাংবাদিক তাই ওকে পিটিয়েছি ও এলাকায় চাদাঁবাজী করে। অপর দিকে ফিরোজ আলম জানান, বাক্কার ভূয়া ও জাল সার্টিফিকেট দিয়ে সাংবাদিকতা করতে চায় ও প্রেসক্লাবকে ওর বাপ-দাদার বাড়ী মনে করে তাই ওকে পিটিয়েছি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দৈনিক জনতার ষ্টাফ রিপোর্টার আরাফাত মুন্না দু’জনকে থামাতে চেষ্টা করেন বলে জানান। পরে খানঁ বাক্কার জানান, ফিরোজকে পিটাতে দেখে আরো দুই ভূয়া সাংবাদিক পালিয়েছে। জানা যায়, প্রেসক্লাবের ভবন নির্মানে চাদাঁবাজী নিয়ে টঙ্গীবাড়ীতে কথিত কিছু আন্ডার গ্রাউন্ডের পত্রিকার স্থানীয় রিপোর্টারা বিভিন্ন বিতর্কে জড়িয়ে পরে পরবর্তীতে তারা বিভিন্ন জন বিভিন্ন সময় নিজেকে সভাপতি দাবী করে আসছে।

Leave a Reply