জীবাণুমুক্ত শিউলি সকালের কথা ভোলা যাবে না
আমার নির্মল ভাবনায় পা ফেলে ফেলে
এলো মেয়ে ডাক্তারের দল
তাদের গলায় ঝুলছে একটা করে কালো মরা সাপ,
হঠাত্ ঢিল খাওয়া দিঘি পদ্মসমেত টলমল
তার কথা ভোলা যাবে না
তার কারণ মনে আছে পূর্ণিমার প্রণোদনা
নারীকে না বুঝে বোকার মতো
আগুনে লাফিয়ে পড়ার ঘটনা!
তার কারণ আমি জানি ভালোবাসা আত্মক্ষয়ী
নীরবতা নয়, গাছতলার ফুরফুরে প্রেমালাপ নয়;
ভালোবেসে দুর্বল মানুষও চিরদিন জয়ী।
Leave a Reply