আবদুর রহমান বয়াতীর চিকিৎসা বন্ধ

অর্থসঙ্কটে দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতীর চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। এ কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় দিনযাপন করছেন তিনি। গেল কোরবানি ঈদের আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে জাপান-বাংলাদেশ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা বয়াতীর বেশ কয়েকটি ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পরামর্শ দেন তার পরিবারকে। কিন্তু এক মাস অতিবাহিত হলেও অর্থসঙ্কটে সেই পরীক্ষা-নিরীক্ষা করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। যে কারণে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। বর্তমানে আবদুর রহমান বয়াতী প্রায় নিথর হয়ে পড়ে আছেন তার মাতুয়াইলের ভাড়া করা বাসায়। তেমন একটা নড়তেও পারছেন না তিনি। এর বাইরে চোখে একদমই দেখতে পাচ্ছেন না বয়াতী। পাশাপাশি অর্থসঙ্কটের কারণে গুরুতর অসুস্থ অবস্থায়ও খেয়ে না খেয়ে কাটছে বয়াতীর প্রতিটি দিন। মাসকয়েক আগে চ্যানেল আই-সিটিসেল এবং শিল্পীদের পক্ষ থেকে দেয়া এক লাখ টাকা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এরপর আর কোন অর্থ সাহায্যও মেলেনি। যে কারণে বেশ নাজুক অবস্থায় আছেন তিনি। এ বিষয়ে আবদুর রহমান বয়াতীর নাতনী আঁখি রহমান বলেন, আসলে দাদা কিভাবে দিনযাপন করছেন সেটা নিজ চোখে না দেখলে বোঝা যাবে না। কথা বলা তো দূরের বিষয়, নড়তেও পারছেন না তিনি। চোখে কিছুই দেখতে পারছেন না এখন। বাঁচার জন্যই বেঁচে আছেন তিনি। আমাদের যে আয় তাতে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চোখের পানি ফেলা আর দোয়া করা ছাড়া দাদার জন্য এখন আমাদের কিছুই করার নেই।

মানবজমিন

Leave a Reply