ঢাকা-মাওয়া মহাসড়কে লাশ উদ্ধার

আপগ্রেড
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিল্লাল বেপারী (৪০) নামের এক লঞ্চ মিস্ত্রিকে হত্যা করা হয়েছে। তার মাথায় ইটের আঘাত, বাম সাইডের চাপা থেতলানো ও গলায় শ্বাস রোধের চিহ্ন রয়েছে। পারিবারিক সূত্রে জানাযায়, পশ্চিম শিয়ালদি গ্রামের মৃত হরমন আলী বেপারীর ছেলে বিল্লাল বেপারী মাওয়া-কাওরা কান্দি রুটের জুবলী ও শাওন লঞ্চের ইঞ্জিন মিস্ত্রির কাজ করত। বুধবার রাত সাড়ে সাতটায় স্ত্রী আকলিমাকে ফোনে জানায়, সে বাড়ির জন্য বাজার এবং মালিকের দেওয়া ৫ হাজার টাকা নিয়ে বাড়ি আসছেন। রাতে বাড়ি না ফেরায় সকালে স্ত্রী ও ভায়রা রুমন মাওয়ার উদ্দেশ্য রওয়ানা হয়। শ্রীনগরের ষোলঘর নামক স্থানে সকাল ৯টায় মানুষের ভীর দেখে তারা গাড়ি থেকে নেমে দেখে বিল্লালের লাশ। তারা লাশ নিয়ে বাড়ি এসে সিরাজদিখান থানার পুলিশকে জানায়। পরে সিরাজদিখান থানা, শ্রীনগর থানার পুলিশ ও র‌্যাব তাদের বাড়ি আসে এবং শ্রীনগর থানার পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ পাঠায়।

তার বড় ভাই ফরিদ ও স্ত্রী আকালমা জানান, কি কারনে বা কারা খুন করতে পারে তা আমাদের জানা নাই। আমাদের সাথে এলাকায় কারো সাথে কোন শত্র“তা নাই। লঞ্চের কারো সাথে কোন দ্বন্দ আছে কিনা জানা নাই।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply