পচে যাচ্ছে প্রায় ৫০ হাজার টন আলু

মুন্সীগঞ্জে ক্রেতার অভাবে অবিক্রীত থেকে কমপক্ষে ৫০ হাজার টন আলু পচে গলে নষ্ট হচ্ছে। চুক্তি অনুযায়ী হিমাগার থেকে আলু বের করার সময়ও রয়েছে আর মাত্র কয়েক দিন। হিমাগার মালিকরা চাপ দিচ্ছেন তাদের সংরক্ষিত আলু বের করার জন্য। দেড়-দুই মাসের মধ্যেই নতুন করে আলু ঢুকতে শুরু করবে কোল্ডস্টোরেজে। কোল্ডস্টোরেজের বস্তাপ্রতি ভাড়া ৩শ’ টাকা কিন্তু বর্তমানে এক বস্তা আল বিক্রি হচ্ছে মাত্র ২শ’ টাকায়। এরই মধ্যে বাজারে এসেছে উত্তরাঞ্চলের নতুন আলু। এতে বাজারে পুরানো আলুর চাহিদা কমে গেছে। পাইকারদেরও পুরানো আলুর প্রতি কোন আগ্রহ নেই। বিক্রির অভাবে অনেক কৃষকের আলুতে ইতিমধ্যে পচন ধরেছে। কম দামে আলু পেয়ে অনেক খামারি গরুর খাবার হিসেবে পুরানো এ আলু ক্রয় করছেন। জেলার প্রায় প্রতিটি কোল্ডস্টোরেজের সামনে রয়েছে একই অবস্থা। ফলে টানা লোকসানের কারণে দিন দিন আলু আবাদে আগ্রহ হারিয়ে ফেলেছেন মুন্সীগঞ্জের স্থানীয় কৃষকরা। তারা আলু আবাদি জমিতে চাষ করছেন অন্য ফসল। গত বছরের তুলনায় চলতি মওসুমে সরকারি হিসাবেই কমপক্ষে ৪ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ কম হয়েছে।

তবে বেসরকারি হিসাবে এর পরিমাণ আরও বাড়বে বলে জানান চাষিরা। এ বিপর্যয় কিভাবে তারা মোকাবিলা করবেন এ নিয়ে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। যারা আলু আবাদ করেছেন তারা এখনই দুশ্চিন্তায় ভুগছেন যে, এ বছর কি আলুর দাম পাওয়া যাবে, নাকি গত দু’বছরের মতো লোকসানে পড়তে হবে। এদিকে বিএডিসি ও বেসরকারি বীজ ডিলার ও সংরক্ষণকারীরাও লোকসানের মুখে পড়েছে। অবিক্রীত এসব বীজ নিয়ে তারা পড়েছে বিপাকে। রোপণকৃত জমির পরিমাণ কমে যাওয়া এবং সময়মতো বিএডিসি থেকে আলু বীজ সরবরাহ না পাওয়ায় এখনও অনেক বিক্রয় কেন্দ্রে বীজ আলু অবিক্রীত রয়েছে। মওসুম শেষ হয়ে আসলেও এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার টন আলু জেলার কোল্ডস্টোরেজগুলোয় সংরক্ষিত রয়েছে। বেশি লাভের আশায় সংরক্ষিত এসব আলু কেউ কেউ কম মূল্যে বিক্রি করছেন, আবার অনেক কৃষক তাদের সংরক্ষিত আলুর খোঁজ নিতেও হিমাগারে আসছেন না। পুরো আলু বের করার জন্য কৃষকদের চাপ দিচ্ছে কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষ। বাংলাদেশ কোল্ডস্টোরেজ এসোসিয়েশনের সভাপতি মেজর জসিমউদ্দিন বলেন, সারাদেশের ৩৬০টি কোল্ডস্টোরেজে এখনও কমপক্ষে ১০ লাখ টন আলু সংরক্ষিত আছে। বাকি কয়েক দিনের মধ্যে এতো বিক্রি হওয়া অসম্ভব। ফলে এর প্রায় পুরোটাই পচন ধরার সম্ভবনা রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান বলেন, গত দুই বছরের ব্যাপক লোকসানের কারণে এ বছর আলু চাষে কৃষকরা কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছেন। গত বছর জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল কিন্তু এ বছর ৩৪ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।

মানবজমিন

Leave a Reply