সিরাজদিখানে বরযাত্রী নিয়ে বাস খাদে : চালক নিহত, আহত ৪০

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল বৃহস্পতিবার রাতে বরযাত্রী বোঝাই বাস খাদে পড়ে ১ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৬টায় জেলার সিরাজদিখান উপজেলার রামেরগাঁও এলাকায় গাংচিল পরিবহনের বরযাত্রী বোঝাই ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের চালক আব্দুল জলিল (৪৫) ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি মাদারীপুরে।

আহতদের মধ্যে শিশুসহ অন্তত ১২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। তবে বাসের মধ্যে বর-কনে ছিলেন না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকার কেরানীগঞ্জের কনের বাড়ি থেকে গাংচিল পরিবহনের ওই বাসে চড়েন বরের ৪০ জন আত্মীয়স্বজন। সন্ধ্যায় ওই স্বজনদের নিয়ে বাসটি বরের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মহাসড়কের সিরাজদিখান উপজেলার রামেরগাঁও এলাকায় পেঁৗছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান রাত সোয়া ৮টায় সর্বশেষ তথ্যে জানান, দুর্ঘটনাকবলিত বাসের মধ্যে বর-কনে ছিল না। তবে বরের স্বজনরা কেরানীগঞ্জে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা ও আপ্যায়ন শেষে বাসে চড়ে লৌহজং উপজেলার হলদিয়া গ্রামে ফিরছিলেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বরযাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করেন। তবে চালক আব্দুল জলিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বরযাত্রীদের সবাই কম-বেশি আহত হন বলে সিরাজদিখান থানার ওসি দাবি করেছেন। তিনি আরো জানান, মুমূর্ষু অবস্থায় এক শিশুসহ ৫ জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ও বাকি ৭ জনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু বর-কনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ডেসটিনি

Leave a Reply