ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজির সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক চাঁদাবাজ। জেলার গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশ মো. দেলোয়ারকে (২৫) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। এদিকে গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ওই চাঁদাবাজকে জেল হাজতে পাঠানো হয়েছে। ওইদিন রাতেই গজারিয়া থানার গ্রেফতারকৃতের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া জানান, ওইদিন সন্ধ্যা ৬টার দিকে দেলোয়ার ও তার কয়েকজন সঙ্গীয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যাত্রীবোঝাই বাস থেকে চাঁদা আদায় করছিল। এ সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল সকালে পুলিশ গ্রেফতারকৃতকে মুন্সীগঞ্জের আদালতে পাঠায়। পরে দুপুরের দিকে আদালত তাকে জেলহাজতে পাঠায়।
ডেসটিনি
Leave a Reply