মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোহাম্মদ মহিউদ্দিন শুক্রবার বিকালে (সোয়া ৪টায়) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন। তিনি দায়িত্ব গ্রহনের পর প্রথম সফর হিসাবে বঙ্গবন্ধুর মাজারে আসেন। মাজারে পুস্পস্তবক অর্পন ছাড়াও মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। স্থানীয় জামে মসজিদের ইমাম এই দোয়া পরিচালনা করেন। মিলাদমাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিষ্টি বিতরণ করা হয়। এই সময় তাঁর সাথে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর বাড়ির কেয়ার টেকার বৈকুন্ঠ মোহাম্মদ মহিউদ্দিনকে পেয়ে পুরনো স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন দুজনই। বিশেষ এক পরিস্থিতিতে মোহাম্মদ মহিউদ্দিন বেশকিছু সময় বঙ্গবন্ধুর মাজারের সামনে নিরবে দাঁড়িয়ে থাকেন।
মুন্সিগঞ্জ নিউজ
====================
বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন মুন্সীগঞ্জের মহিউদ্দিন
মুন্সীগঞ্জ আ’লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব নেওয়ার পর গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, চিফ সিকিউরিটি অফিসার থাকাকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে থাকার সুযোগ হয়েছিল। তার সঙ্গে থেকে দেশ ও মানুষকে কিভাবে ভালবাসতে ও উন্নয়ন করতে হয় তার শিক্ষা গ্রহণ করেছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অর্পিত দায়িত্ব পেয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেই মুন্সীগঞ্জের উন্নয়নে নতুনধারা সৃষ্টি করবেন বলে জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, জেলা আ’লীগের সহসভাপতি নুরুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক কামালউদ্দিন আহমেদ, সদর উপজেলা আ’লীগ সভাপতি আফসারউদ্দিন ভূঁইয়া, মুন্সীগঞ্জ নাগরিক পরিষদের আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুল বিন সামাদ শুভ্র প্রমুখ।
সদর যুবলীগের সভাপতি বাদল রহমান, শহর ছাত্রলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল প্রমুখ।
আমাদের সময়
Leave a Reply