কুসুমপরে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে আলোচনা সভা

ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে শনিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপরে রিপ্ড ইউনিভার্সেল অডিটোরিয়ামে আর্ন্তজাতিক ফারাক্কা কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন আর্ন্তজাতিক ফারাক্কা কমিটির মহাসচিব সৈয়দ টিপু সুলতান। সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, টাচিং সোলস্ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট তাহমিনা সুলতান, দৈনিক বাংলাবাজার পত্রিকার বার্তা প্রধান মুফদী আহমেদ, মুন্সীগঞ্জ জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু প্রমুখ।

বক্তারা টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে জনমত তৈরি করে ভারত, বাংলাদেশ, নেপাল, চীনসহ সংশ্লিষ্ট দেশের জন্য একটি নদী কমিশন গঠনের আহবান জানান।

এসময় সিরাজদিখান উপজেলায় একটি সাত সদস্যের একটি কমিটি গঠন করা।

বার্তা২৪ ডটনেট/এটি

Leave a Reply