যক্ষা নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা নিয়ে কর্মশালা

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : যক্ষা নিয়ন্ত্রণে শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক কর্মশালা শনিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। জাতীয় যক্ষা নিরোধ কমিটি (নাটাব) আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির ভাষণ দেন এডিএম এএসএম মাহফুজুল হক। বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আমিনউদ্দিন, প্রধান শিক্ষিকা সালমা আক্তার ও কেএম সাইফুল্লাহ ভূইয়া প্রমুখ। নাটাব সভাপতি শাহাজালাল চৌধুরী এতে সাভাপতিত্ব করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লাবলু মোল্লা। এতে মুন্সীগঞ্জকে যক্ষামুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহন করা হয়।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply