মোহাম্মদ আতিকউল্লহ খান মাসুদ
২৫ মার্চ রাত ১১টা। ধানমণ্ডি ৩২নং সড়কের ৬৬১/বি নম্বর বাড়ির দোতলায় তিনজন যুবক চোখে-মুখে একরাশ আতঙ্ক নিয়ে প্রহর গুনছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পার হয়ে একটু এগিয়ে কবি সুফিয়া কামালের বাড়ির উল্টো দিকে ৬৬১/বি। এটা তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট এবং পূর্ব পাকিসত্মান এয়ারের এ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট মার্শাল (ইনচার্জ পূর্ব পাকিস্তান) এবং ফ্লাইট লেফটেন্যান্ট হামিদুলস্নাহ খানের বাসভবন। তিন যুবকের একজন তিনিই। দ্বিতীয় জন কুতুবুদ্দীন খান ঝিলু। আর তৃতীয় জন আমি। হামিদুলস্নাহ আমার মেঝ ভাই। ঝিলু চাচাতো ভাই।
সমস্ত শহর যেন সত্মব্ধ হয়ে আছে। যেন ভয়াবহ কোন তোলপাড়ের জন্য গুম মেরে আছে এই লোকালয়। মাঝেমধ্যে দু’একটি গুলির আওয়াজ কানে আসে। এতে নগরবাসীর আতঙ্ক আরও ঘনীভূত হয়। থমথমে অন্ধকার চিরে ছুটে আসা বন্দুকের ঠা-ঠা চিৎকার যেন ঢাকাবাসীর সাহসকে শীর্ণ করে দিতে চায়। এভাবে সময় এগোতে থাকে।
রাত ঠিক পৌনে বারোটায় আমাদের আশঙ্কাকে সত্য প্রমাণ করে গর্জে ওঠে চারদিক। কামান, মর্টার, এমজি, এলএমজি, এসএলআরের ক্রমাগত বৃষ্টির মতো গুলিবর্ষিত হতে থাকে হঠাৎ। কান ফাটানো গুলির শব্দে পৃথিবীটা কি বধির হয়ে পড়বে! দৌড়ে ছাদে চলে গেলাম তিন ভাই। চারদিকে বিদু্যতের ঝলকানির মতো শুধুই আলোর চমক। যেন আতশবাজি জ্বালিয়ে শহরে আনন্দ করছে সবাই। সেই সঙ্গে একটানা আওয়াজ ঠা-ঠা-ঠা। হঠাৎ হঠাৎ চোখে পড়ে তুর্ণীর মতো রঙিন আলো আকাশের দিকে উড়ে যাচ্ছে। মেঝ ভাই হামিদুল্লাহ অভিজ্ঞতা থেকে জানালেন, ওই রঙিন আলো এক ধরনের সিগন্যাল। কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এরেস্ট করা হলে এমন আলোর সিগন্যাল পাঠানো হয়।
এভাবে প্রায় আধা ঘণ্টা কেটে গেল। হঠাৎ পূর্বদিক থেকে সবুজ তুর্ণীর মতো আলো আকাশের দিকে উড়ে যেতে দেখলাম। পূর্বদিকে তো বঙ্গবন্ধুর বাড়ি। মেঝ ভাই আহত কণ্ঠে বললেন, ‘বঙ্গবন্ধুকে এরেস্ট করা হলো।’ আমরা হঠাৎই যেন নির্বাক হয়ে গেলাম।
পরদিন সকালে খবর পেলাম, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বঙ্গবন্ধু রেডিওর মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন। আবার যেন উৎসাহ ফিরে পেলাম। রেডিও’র নব ঘুরাতে লাগলাম আমরা। বেলা বারোটার দিকে পেয়ে গেলাম আকাঙ্কিত চ্যানেল। মেজর জিয়ার কণ্ঠ শোনা গেল সেই চ্যানেলে। তিনি বলছেন, ‘আমি মেজর জিয়া বলছি, বঙ্গবন্ধু আমাদের সাথেই আছেন। আপনারা মনোবল হারাবেন না। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন।’
কিছুক্ষণ পর পরই এই ঘোষণা প্রচার করা হচ্ছে। মাঝেমধ্যে দু’একটি দেশাত্মবোধক এবং উদ্দীপনামূলক গানও প্রচারিত হচ্ছে। আমরা বেশ উত্তেজনাবোধ করলাম। কিন্তু কিভাবে কি করব, স্থির করতে পারছি না। গোপনে গোপনে এদিক সেদিক খবর নিতে শুরু করলাম কিভাবে মুক্তিযুদ্ধে যাওয়া যাবে_কি তার বন্দোবস্ত, কি তার প্রক্রিয়া। এমন ভাবনা-চিন্তায় আরও কয়েক দিন কেটে গেল। এদিকে পাকবাহিনীর সৈন্যরা চারদিকে এলোপাতাড়ি হত্যা, নির্যাতন, গ্রেফতার শুরু করে দিল। বিশেষ করে যুবক বয়সীদের ওপর নির্যাতনের মাত্রা ছিল চরম পর্যায়ের। আমরা ভীতসন্ত্রস্ত হয়ে ধানমণ্ডি ছেড়ে চলে গেলাম। দেশের বাড়িতে লৌহজংয়ের মেদেনীম-লে। হামিদুলস্নাহ ভাই থেকে গেল ঢাকায়। কিন্তু অত্যন্ত আতঙ্ক আর সন্দেহের মধ্যে তার প্রতিদিন কাটতে লাগলো।
তখনো আমরা মেদেনীম-লে। প্রায় এক মাস পর একটি সোর্সের সন্ধান পেলাম আমরা_আমি আর ঝিলু। সোর্সের মাধ্যমে আমরা বর্ডার পার হতে পারবো। পারবো প্রয়োজনীয় ট্রেনিং নিতে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়ে গেলাম আমরা। ঢাকা চলে আসার সিদ্ধান্ত নিলাম সঙ্গে সঙ্গে। এ ব্যাপারে আমি এবং ঝিলু আমাদের সমমনা বন্ধু সুলতান উদ্দিন আহমেদ রাজার সঙ্গে পরামর্শ করলাম। সেও রাজি হলো। অবশেষে ২৮ এপ্রিল আবার ঢাকা ফিরলাম আমরা। আমাদের পরিবারের অন্যান্য সদস্য তখন আগামসি লেনস্থ আমার এক ফুপা বশির উদ্দিন মাস্টারের বাসভবনে আত্মগোপন করেছিল। আমরা দুপুরে সেই ফুপার বাসায় পৌঁছলাম। সেখানে মা’র সঙ্গে দেখা করে তার দোয়া নিয়ে বেলা তিনটায় আবার পথে নামলাম। শুরু হলো মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে যাত্রা।
হামিদুলস্নাহ ভাই’র সাথে টেলিফোনে একবার কথা হয়েছিল, রওয়ানা হবার ঠিক আগে। তাকে জিজ্ঞেস করেছিলাম যাবে কিনা, উত্তরে বলল, ‘তোরা যা, আমি যাবো না।’ পরে জানতে পেরেছি পরদিনই তিনি রওয়ানা হন। আগামসি লেন থেকে বেবিট্যাক্সিত যাত্রাবাড়ী যাই। সেখানে চাচাতো বোন ডালি আপার বাসায় কিছুক্ষণ অবস্থান করে সন্ধ্যার আগে আগে পায়ে হেঁটে ডেমরার দিকে রওয়ানা হই আমরা। ডেমরা থেকে নদী পার হয়ে আবার হাঁটা শুরু করলাম। এভাবে হাঁটতে হাঁটতে গভীর রাতে নরসিংদী_আমাদের সোর্সের কাছে পৌঁছি। সেখানে রাতটা কোনমতে কাটিয়ে পরদিন সকাল ১০টায় আবার যাত্রা শুরু করি। কষ্টকর এ যাত্রা। একদিকে মিলিটারীর ভয়, অন্যদিকে দুর্গম পথ। গ্রামের ভেতর দিয়ে রেললাইন ধরে, ৰেতের আল মাড়িয়ে, খাল-বিল-ডোবার নোংরা কাদায় পা ডুবিয়ে, কখনো সাঁতরিয়ে যে সব এলাকায় মিলিটারীর পদচিহ্ন পড়ার সম্ভাবনা নেই দুর্গমতার জন্য সেসব এলাকা দিয়ে আমরা এগুতে থাকি সামনে। মাঝেমধ্যেই দু’একজন করে আমাদের দলে ভিড়তে থাকে। এভাবে নবীনগর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে প্রায় ২৫ জনের মতো দলে পাই। সবাই যুবক। সবাই মুক্তিকামী বিদ্রোহী প্রাণ।
রাত আটটার সময় একটি গ্রামে পৌঁছি আমরা। সে গ্রামের গণ্যমান্য এক মুক্তিকামী গৃহস্থের বাড়িতে খাবারের ব্যবস্থা হয় আমাদের। সবকিছুই পরিকল্পনামাফিক। লোকটিকে আগেই জানানো হয়েছিল আমরা আসবো। তিনিও এতগুলো যুবকের জন্য রেঁধে রেখেছিলেন। ৰুধায় আমাদের তখন দিশেহারা অবস্থা। গোগ্রাসে অত্যন্ত তৃপ্তির সঙ্গে খেলাম আমরা। খুব সামান্য আয়োজন। কিন্তু আমাদের প্রচ- ৰুধার কারণে ওই খাবারকেই মনে হলো অমৃত। রাত সাড়ে আটটায় আবার যাত্রা শুরু করলাম। আবার সেই ৰেত, মাঠ, বিল, ডোবা, উঁচু-নিচু ভূমি পেরিয়ে গন্তব্যের দিকে ছুটছি আমরা। সম্পূর্ণই অচেনা পথ, তার ওপর রাতের অন্ধকার। এভাবে একটানা চার ঘণ্টা হাঁটার পর ক্লান্ত কণ্ঠে পথ প্রদর্শককে জিজ্ঞেস করলাম, ‘আর কতদূর, ভাই?’ ‘ওই তো, ওই যে কালো একটি ঝোপের মতো। তার পরেই।’ সম্মুখে অঙ্গুলি নির্দেশ করে জবাব দিল সে। সুতরাং আবার হাঁটা। যেন চূড়ানত্ম ধৈর্যের পরীৰা দিচ্ছি আমরা। আমরা কি আমাদের যৌবনের কাছে, আমাদের চিরনত্মন আকাঙ্ৰার কাছে হেরে যাবো?
আরো এক ঘণ্টা হাঁটার পর একটি স্রোতবাহী খাল এসে বাধা হয়ে দাঁড়ালো সামনে। পারাপারের জন্য দু’দিকে দড়ি দিয়ে টানা ব্যবস্থায় একটি নৌকা। নৌকাটি অপর পারে ভেড়ানো। দড়ি টেনে দেখি সেটা ছেঁড়া। রাত তখন একটা। কি করি ভাবছি। সবার সঙ্গেই হয় ব্যাগ, নয় তো প্যাকেট_কিছু না কিছু রয়েছেই। পথ প্রদর্শক জানালো, উপায় নেই। সাঁতরিয়েই ওপারে যেতে হবে। নিরুপায় আমরা পাঁচ-ছয় জন তখন সম্পূর্ণ উলঙ্গ হয়ে এক হাতে যার যার ব্যাগ এবং পরিধেয় নিয়ে সাঁতারিয়ে খাল পার হলাম। তারপর নৌকার সঙ্গে দড়ি বেঁধে বাকি সাথীদের পার করার ব্যবস্থা করলাম। তারপর, যথারীতি আবার হাঁটা শুরু।
দু’ঘণ্টা পর আবারও জিজ্ঞেস করলাম পথপ্রদর্শককে_’কই, পথ তো দেখি শেষই হচ্ছে না।’
উত্তরে সে বললো, ‘এই, আর অল্পৰণ’। বুঝলাম, আমরা যাতে নিরুৎসাহিত না হয়ে পড়ি সে জন্যই এভাবে আশ্বস্ত করতে চাইছে সে।
হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই ৰেতের আল হারিয়ে যাচ্ছে। পথ সংৰিপ্ত করার জন্য জমির মধ্য দিয়েই হাঁটতে হচ্ছে। পাট কাটা হয়েছে মাত্র। জমিতে ২-৩ ইঞ্চি করে পানি। তার মধ্যেই ডুবে আছে পাটের সুচালো গোড়া। কাদায় গেঁথে যাচ্ছে পা, পাটের গোড়ায় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে পায়ের পাতা_সেদিকে ভ্রূৰেপ নেই কারও। একটি অমোঘ গন্তব্য আমাদের টানছে। একটি ইপ্সিত লৰ্যে পৌঁছতে চাই আমরা। আমাদের সেই আকাঙ্কার কাছে এসব তো তুচ্ছ।
এমন করেই সূর্যোদয় হলো, পাখি ডাকলো, বেলা বাড়লো। আমাদের পথচলা আর শেষ হয় না। গাইডকে আরও কয়েকবার জিজ্ঞেস করলাম। বার বারই একই আশ্বাসবাণী। এই আশ্বাসের বাণী সম্বল করেই অবশেষে বেলা সাড়ে এগারোটা নাগাদ আমরা বর্ডার ক্রস করি। বর্ডার ক্রস করে ভারতীয় সীমানায় পৌঁছলে একটি পুরনো লক্কর-ঝক্কর মার্কা জীপে তুলে দেয়া হয় আমাদের। নিয়ে আসা হয় আগরতলার কলেজ টিলা আশ্রয় শিবিরে।
তিলধারণের স্থান ছিল না এই আশ্রয় শিবিরে। হাজার হাজার নারী-পুরম্নষ-শিশু-বৃদ্ধ গাদাগাদি করে অবস্থান করছে এখানে। সবাই শরণার্থী। বাংলাদেশ ভূখণ্ড থেকে আসা। আমরা যখন এখানে পৌঁছি তখন বেলা একটা। ৰুধায় অস্থির হয়ে পড়েছি। খাওয়ার জন্য লঙ্গরখানা আছে এখানে। কিন্তু ২৮ এপ্রিল বেলা তিনটা থেকে প্রায় ৩৬ ঘণ্টা একনাগাড়ে কষ্টকর পদযাত্রার পর লঙ্গরখানার খাবার দেখে প্রচ- অভক্তি হলো। সামনের একটি মুদি দোকান থেকে চাপা কলা ও মুড়ি কিনে আপাতত ৰুধা নিবারণ করলাম।
ইতোমধ্যে অবশ্য আমাদের দলটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন আমরা তিনজন_ আমি, ঝিলু ও রাজা ছাড়া আমাদের দলে আর কেউ নেই। কি করবো কিছুই বুঝতে পারছি না। কলেজ টিলা ভবনের একদিকে দালানের ছায়ায় বসলাম সিদ্ধান্তের জন্য। বসেছি ঠিকই, কিন্তু তারপর কিছুই মনে নেই। কখন যে ঘুমিয়ে পড়েছি, তিনজনের কেউই টের পাইনি। ঘুম যখন ভাঙলো, বেলা তখন চারটা। কিন্তু কারোই দাঁড়ানোর ৰমতা নেই তখন। সবার পা ফুলে তিনগুণ আকার ধারণ করেছে। সে সঙ্গে অসম্ভব ব্যথা। জীবনে এমন যন্ত্রণার মুখোমুখি হইনি আমরা কেউই।
এদিকে সন্ধ্যা তার কালো থাবা নিয়ে এগিয়ে আসছে ধীরে ধীরে। আরেক সমস্যায় আক্রান্ত হলাম এবার। কোথায় রাত্রিযাপন করবো? হঠাৎ দেখি একটি ছেলে আমাদের দিকেই এগিয়ে আসছে। ‘আমাকে চিনতে পেরেছেন?’ কাছে এসে বলল সে। বললাম, ‘হঁযা, চিনেছি।’
ছেলেটির নাম হারুন। আমাদের পাশের গ্রাম কান্দিপাড়ায় ওদের বাড়ি। নিজে থেকেই বললো সে, ‘রাতে কোথায় ঘুমোবেন আপনারা?’
অনেক খুঁজে কলেজ টিলা ভবনেরই একটি রুম বের করলো ও। রুমটিতে ভাঙা সব চেয়ার টেবিল জড়ো করা। সেই ভাঙা চেয়ার টেবিলের সত্মূপের নিচে ছেঁড়া কাগজ বিছিয়ে কোনমতে রাত্রিযাপন করলাম।
সকালের দিকে শুনতে পেলাম, ছাত্রলীগের একজন নেতা, বশির ভাই কলকাতা যাওয়ার পাস দিচ্ছেন। খোঁড়াতে খোঁড়াতে অনেক কষ্টে তার কাছে গিয়ে পৌঁছলাম। তিনি আমাদেরকে জয় বাংলার সীলমারা একটি চিরকুট দিলেন। এর ফলে ট্রেনে চেপে বিনা পয়সায় আমরা কলকাতা যেতে পারবো।
চিরকুট হাতে আমরা আগরতলা শহরের দিকে এগিয়ে গেলাম, যেন সহজেই বাস বা ট্রাক পাওয়া যায়। বাসস্টপে এসে দেখি এখানেও হাজার হাজার নারী-পুরুষ-শিশুর ভিড়। সে তুলনায় যানবাহন নেই মোটেই। একটি মাল বোঝাই ট্রাকের ড্রাইভারকে অনুরোধ করায় সে বলল, ‘মালের উপর বসে ধর্মনগর যেতে পারো।’ অন্য উপায় না দেখে বাধ্য হয়েই ওই ট্রাকের মালের উপর গিয়ে বসলাম আমরা। কিছুৰণ পর বিস্ময়ে দেখতে পাই আরও অসংখ্য নারী-পুরুষ এসে বসেছে ট্রাকটির উপর। এক অমানবিক দৃশ্য। সবার চেহারায় এক অজানা ভবিষ্যতের ছায়া। কি হবে কেউ জানে না। শুধু জানে, এখন এই মুহূর্তে তারা ছোট পরিসরের এক ট্রাকে-মালের উপর ঠাসাঠাসি করে বসে আছে। এক বর্ণনাতীত নির্বাক আহাজারি যেন সবার চেহারায় ফুটে আছে। ট্রাক ছাড়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর সঙ্গে যোগ হলো পাহাড়ী বাতাস। শীত করতে লাগলো আমাদের। এর মধ্যে কেউ একজন বলল, এই আর কি বৃষ্টি, পাহাড়িয়া অঞ্চলে গেলে তো তুমুল বৃষ্টির মধ্যে পড়তে হবে এবং তা-ই ঘটল। চারধারে পাহাড়। এর মধ্য দিয়েই উঁচু-নিচু সর্পিল পথ বিপজ্জনকভাবে চলে গেছে। প্রচ- বৃষ্টিতে কাকভেজা হতে হতে সে পথেই আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তার নিচে পাহাড়ের ঢালুতে তাকালে মাঝে মধ্যেই উল্টে পড়া বাস-ট্রাক চোখে পড়ে। এসব দেখে আরও ভীত হয়ে পড়ি। দু’হাতে শক্ত করে চেপে ধরি ট্রাকের কার্নিশ।
এভাবে এক দমবন্ধ অবস্থার মধ্য দিয়ে ধর্মনগর রেলস্টেশনে পেঁৗছলাম। একটি ট্রেন স্টেশনে ছিল। অল্পৰণের মধ্যেই ছেড়ে দেবে, শুনলাম। ঝটপট আমরা একটি বগিতে গিয়ে উঠলাম। বগিতে লেখা রয়েছে ‘১৭ জন বসিবে’। কিন্তু হিসাব করে দেখলাম বগিটিতে আমরা প্রায় এক শ’ জন। দাঁড়াবার পর্যন্ত জায়গা নেই। নড়তেও পারছি না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একবার ঢুকেছি তো বের হবার আর কোন উপায় নেই।
ট্রেন চলছে। স্টেশনে স্টেশনে থামলে বহু কষ্টে জানালা দিয়ে শুকনো খাবার কিনে খাই। এভাবে একটানা তিন রাত তিন দিন চলার পর ট্রেন এসে থামে কলকাতার শিয়ালদা রেলস্টেশনে। গল্প উপন্যাসেই শুধু শিয়ালদা স্টেশনের কথা শুনে এসেছি। আজ নিজ চোখে দেখলাম। দেখলাম গল্পে বর্ণিত সেই বহু বর্ণিল স্টেশন আর এটা নেই। হাজার হাজার ছিন্নমূল বাংলাদেশী মানুষের আহাজারিতে স্টেশনে একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সবার চেহারায় উৎকণ্ঠা_সবার মনেই এক ক্রুদ্ধ যন্ত্রণা। সবকিছু ছাড়িয়ে একটিই মাত্র ভাবনা আমাদের গোটা মনভূমিকে নীল করে দিচ্ছিল_আমাদের ভূখণ্ড কি শত্রুমুক্ত হবে না? এখানে এসে একটা ব্যাপার লৰ্য করলাম। ভারতের মানুষ আমাদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করতো। তারা ছিল আমাদের সমব্যথি। আমরা তাদের কাছে পরিচিত ছিলাম ‘জয় বাংলার লোক’ বলে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রিনসেপ স্ট্রীটের এক বাসায় গিয়ে উঠলাম। সেখান থেকে বাংলাদেশ সরকারের অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করি_কিভাবে ট্রেনিং নেবো। জানতে পারলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী একটি স্পেশাল গ্রুপ করবেন। সেই স্পেশাল গ্রুপের সদস্য হতে বলা হলো আমাদের। গ্রুপটির নাম সিএনসি স্পেশাল গ্রুপ। ১ম ব্যাচে আমরা তিনজনসহ মোট ১১৩ জন অন্তর্ভুক্ত হলাম। এর পর আমাদের সবাইকে ট্রাকে করে বিহারের চাকুলিয়াতে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। চাকুলিয়ার যে স্থানটি আমাদের ট্রেনিং স্পট হিসাবে নির্দিষ্ট ছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটিশ রয়াল এয়ার ফোর্সের একটি পরিত্যক্ত বিমানবন্দর। রাতে ট্রাক থেকে নামি এখানে। চারদিকে পাহাড়ঘেরা জঙ্গল। জানা গেল বিষাক্ত সাপের আনাগোনা খুব বেশি এখানে। রাতে তাই তাঁবুর বাইরে না বেরুনোর জন্য বলে দেয়া হলো। সাপের আনাগোনা এতই বেশি ছিল যে, আমাদের ক্যাম্পের চারদিকে মাটি কেটে ট্রেঞ্চ করে রাখা হতো। যেন সাপ এদিকে আসার পথে গর্তে পড়ে যায়। গর্তে পড়ে যাওয়া সাপ সাধারণত সোজা উপরে উঠতে পারে না। এখানকার পানি আঠালো মাটি মেশানো এবং লাল। এ পানিও বিষাক্ত। খাওয়া তো যায়ই না এমনকি শরীরের কোন কাটা জায়গায় লাগলে সেপটিক হয়ে যাবে।
পরদিন সকাল থেকে আমাদের প্রশিৰণ শুরু হয়। ভোর সাড়ে চারটায় ঘুম থেকে উঠে ফলিন। এরপর এক ঘণ্টা সময়_মুখ হাত ধোয়া এবং নাস্তার জন্য। প্রতিদিনের নাস্তা দু’টি বালু মিশ্রিত লুচি এবং এক মগ বালু মিশ্রিত চা। সকাল ছয়টা থেকে আবার শুরু হতো ফলিন, প্যারেড, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, গেরিলা যুদ্ধের প্রশিৰণ। দুপুর সাড়ে বারোটায় ৪০ মিনিটের খাবার বিরতি। বেশিরভাগ দিনই মরা চালের ভাত অথবা রম্নটি দেয়া হতো আমাদের। সঙ্গে খোসাযুক্ত মাসকলাইর সিদ্ধ ডাল। সপ্তাহে দু’দিন মাছ, চারদিন সবজি এবং একদিন ভেড়ার মাংস দেয়া হতো। ভেড়া অবশ্য আমাদেরই জবাই করতে হতো। জ্বালানি কাঠের ব্যবস্থাও করতে হতো আমাদেরই। দু’তিন মাইল দূর থেকে বাঁশ কেটে আনতাম। একই দা দিয়ে ভেড়া, মাছ এবং বাঁশ কাটতে হতো। পরিধান হিসেবে পাওয়া গেল মার্কিন কাপড়ের দুটো হাফ প্যান্ট এবং সাইড পকেট ওয়ালা হাফ হাতা দুটো শার্ট। আনুষঙ্গিক হিসেবে আরও পেলাম একটি গামছা, একটি চাদর, একটি কম্বল, দু’টি ইট, একটি থালা এবং একটি মগ।
দুুপুরের ৪০ মিনিট বিরতির পর আবার ফলিন। তারপর বালির বস্তা কাঁধে নিয়ে পাড়াড়ে ওঠা। দুপুরের প্রচ- রোদে ঘেমে নেয়ে উঠতাম একেবারে। শরীরে জমে যেত লবণের আসত্মরণ। আমাদের এই গেরিলা ট্রেনিংয়ের মধ্যে সবিশেষ উলেস্নখযোগ্য ছিল বিভিন্ন ভারি আগ্নেয়াস্ত্র চালনা প্রশিৰণ_মর্টার শেলিং, ইলেকট্রিক টাওয়ার, ব্রিজ, কালভার্ট এবং বিল্ডিং ধ্বংসের জন্য এঙ্পেস্নাসিভস-এর ব্যবহার, স্থল মাইনের ব্যবহার, অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিভিন্ন গেরিলা কৌশল শিৰণ, মিলিটারি ক্যাম্প বা ঘাঁটি অতর্কিতে হামলার জন্য এমবুশ পাতার কৌশল শিৰণ অর্থাৎ সামগ্রিকভাবে শিক্ষিত একটি কমান্ডো বাহিনী তৈরির যাবতীয় প্রশিৰণ প্রদান করা হতো।
ট্রেনিং-এর সময় অস্থায়ী সরকারের দু’একজন নেতা এখানে থাকতেন। আমরা এখানে পেয়েছিলাম কেএম ওবায়দুর রহমান এমপি এবং ডা. আবু হেনা এমপিকে। বাংলাদেশ ফোর্সের মেজর শামসুদ্দীনকেও আমরা এখানে পাই। এর কয়েকদিন পর আমরা হঠাৎ মেঝ ভাই হামিদুলস্নাহ খানকে পেয়ে যাই এখানে। তার উপাধি তখন মেজর। পাকিস্তান এয়ারফোর্সে ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আমাদের এই চাকুলিয়া ক্যাম্পে বাংলাদেশ ফোর্সের ইনচার্জ হয়ে আসেন তিনি। মেঝ ভাইকে পেয়ে আমরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়লাম।
প্রায় দেড় মাস ট্রেনিং-এর পর কলকাতা হয়ে কল্যাণীতে নিয়ে আসা হয় আমাদের। সেখানে ডা. বিধান চন্দ্র রায় হাসপাতালের হোস্টেলে উঠি। হোস্টেলটি তখন ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হামিদুল্লাহ ভাই আমাদের সঙ্গে কলকাতা পর্যন্ত এসেছিলেন। কলকাতা থেকে অন্য কোথাও বদলি হয়ে যান তিনি। কোথায়, আমার আর জানতে পারিনি। যুদ্ধের বাকি মাসগুলোতে তার সঙ্গে আমাদের আর কোন যোগাযোগই হয়নি। কল্যাণীতে দু’তিনদিন অবস্থানের পর আমাদের আগরতলার ৯১ বিএসএফ-এর মেলাঘর ক্যাম্পে নিয়ে আসা হলো। এখান থেকে সম্মুখযুদ্ধের ট্রেনিং হিসেবে মাঝে মধ্যে রাতের বেলা বর্ডারে পাঠানো হতো আমাদের।
একদিন সকাল বেলা সবাইকে ডাকা হলো। মেজর হায়দার ভাই কিভাবে বাংলাদেশে ঢুকতে হবে, না হবে তা বুঝিয়ে দিলেন। কিছু টাকা এবং অস্ত্রও দেয়া হলো আমাদের। তারপর পাঠিয়ে দিলেন সবাইকে মনতলী ক্যাম্পে। এই ক্যাম্পে তখন ছিলেন ক্যাপ্টেন আইন উদ্দিন (বর্তমানে মেজর জেনারেল)। তিনি অন্যান্য গেরিলার সঙ্গে রাত্রিবেলা আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিলেন।
রাত তখন গভীর। বিসত্মীর্ণ ধূ ধূ মাঠ। খোলা আকাশ। প্রচ- বৃষ্টি হচ্ছে। কোন আচ্ছাদন নেই মাথায়। কোথাও যাবার জো নেই। সেই গভীর রাতে বৃষ্টিমুখর বিসত্মীর্ণ মাঠ মাড়িয়ে আমরা মুক্তিপাগল প্রশিৰণপ্রাপ্ত যোদ্ধারা অসত্মিত্বের প্রয়োজনে এগিয়ে যাচ্ছি সামনে_বাংলাদেশের ভেতরে_ আমাদের প্রাণের জন্মভূমির অভ্যনত্মরে। দেশকে শুত্রম্নমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ আমরা আজ একেকজন সাহসী সূর্য। আমাদের তো কোন ভয় নেই। নেই কোন পিছুটানও। আমাদের দলটিকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়। আমরা চৌদ্দজনের একটি গ্রুপ নিয়ে আরও এগিয়ে যাই। একটি কোষা নৌকায় উঠি সবাই। বাকি রাত নৌকা নিয়েই এগোই।
সকাল বেলা দাউদকান্দির একটি ব্রিজের কাছাকাছি পৌঁছে দেখি সেখানে রাজাকাররা পাহারা বসিয়েছে। আর্মির গাড়ি যাতায়াত করছে ব্রিজের ওপর দিয়ে। আমরা দূর থেকে দেখলাম যত নৌকা এপথ দিয়ে আসা-যাওয়া করছে রাজাকাররা সেসব নৌকা তলস্নাশি করে টাকা-পয়সা, মালপত্র সব রেখে দিচ্ছে।
আমাদের গ্রুপে অন্যান্যের মধ্যে আমি ছাড়াও ছিল ঝিলু, ঢালী মোয়াজ্জেম হোসেন, হারুন, কাসেম, দুলাল_এরা। আমরা যখন নৌকা নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম তখন রাজাকাররা আমাদের নৌকাকেও থামতে নির্দেশ দেয়। বয়সে বয়োজ্যেষ্ঠ হওয়াতে আমরা ঢালী মোয়াজ্জেমকে জিজ্ঞেস করলাম, ‘এখন আমরা কি করব?’
কিংকর্তব্যবিমূঢ় ঢালী কোন জবাব দিতে পারলেন না। আমিই তখন হঠাৎ চিৎকার দিয়ে সবাইকে নির্দেশ দিলাম, ‘তোমরা সবাই অস্ত্র বের করো।’
সবাই হাতে অস্ত্র ধরল। আমি আর ঝিলু অস্ত্র হাতে নৌকার ছই-এ উঠে পড়লাম। বাকিরাও অস্ত্র তাক করল রাজাকারদের প্রতি। ভয় পেয়ে গেল রাজাকাররা। বলল, ‘স্যার, আপনারা চলে যান।’ এতটাই ভয় পেয়ে গেল ওরা যেন পার করে দিলেই বাঁচে। এই ঘটনায় আমরা এক নতুন উপলব্ধিতে পৌঁছলাম। আমাদের সাহস এবং উদ্দীপনা আরও বেড়ে গেল। বুঝলাম, রাজাকাররা আমাদের সাহস এবং শৌর্যের কাছে কিছুই না। এমনকি মিলিটারিরাও আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কেননা আমরা আমাদের অসত্মিত্বের জন্য লড়ছি। আর পাকবাহিনী লড়ছে তাদের শোষণ টিকিয়ে রাখার জন্য। সুতরাং আমাদের লড়াই তো জীবনপণ।
এই ঘটনার পর আমার সহমুক্তিযোদ্ধারা আমাকে এই গ্রম্নপের নেতা মনোনীত করে ফেলল।
নৌকা করেই লৌহজং চলে এলাম এরপর। রাত সাড়ে এগারোটার সময় মেদেনীম-লের নিজ বাড়ি খান বাড়িতে চলে এলাম আমরা। কি অবস্থা বাড়ির জানি না। কে কে আছে জানি না। এক অজানা আশঙ্কা নিয়ে বাড়িতে ঢুকলাম। ঝিলুর মা, আমার চাচি তখন বাড়িতে ছিলেন। নৌকার আওয়াজ পেয়েই তিনি বুঝেছিলেন আমরাই এসেছি। পঁচিশে মার্চের পরে ঝিলু একটি রাইফেল এবং ৫০ রাউন্ড গুলি সংগ্রহ করে চাচির কাছে রেখে দিয়েছিল। আজ মাটি খুঁড়ে সেই রাইফেলটি বের করে চাচি ঝিলুর হাত ধরিয়ে দিয়ে বললেন, ‘নাও, এবার এটিও তোমাদের কাজে লাগবে।’ চাচির সাহসী উচ্চারণ আমাদের মুগ্ধ করে দিল।
পদ্মার ওপারে ফরিদপুরের শিবচরে আমরা নতুন ক্যাম্প স্থাপন করি। এখানে মুজিব বাহিনীর একটি গ্রুপের সঙ্গে আমাদের যোগাযোগ ঘটে। ইকবাল (এরশাদ আমলের এমপি), সেন্টু (ডিডিজি, ফুড ডিপার্টমেন্ট), মালেক, আউয়াল ছিল মুজিব বাহিনীর সদস্য।
ইতোমধ্যে আরও তিন/চার শ’ মুক্তিযোদ্ধা ছোট ছোট দলে বিভক্ত হয়ে লৌহজং ও শ্রীনগর থানার বিভিন্ন ইউনিয়নে অবস্থান নেয়। একে একে সবার সঙ্গেই আমাদের যোগাযোগ স্থাপিত হয়। আটজনের একটি দল নিয়ে আমরা শ্রীনগরের কোলাপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে (নন্দনাশার বাড়ি বলে পরিচিত) ক্যাম্প স্থাপন করি। শ্রীনগর এবং লৌহজং-এর আরও অনেক ছেলে, যারা স্থানীয়ভাবে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, আমাদের সঙ্গে যোগ দিল।
ক্যাম্প স্থাপন করার দু’একদিন পরেই হঠাৎ গুলির আওয়াজ পেলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম আমাদের সঙ্গেই ট্রেনিং নিয়েছিল আবদুলস্নাহ হিল বাকী নামের যে যুবকটি, সে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আসার পথে রাজাকারদের আক্রমণের সম্মুখীন হয়েছে। বাকীর ক্যাম্প ছিল ঢাকার খিলগাঁও-এ। আমরা সঙ্গে সঙ্গে বাকীদের সাহায্যে ছুটে গিয়ে রাজাকারদের তাড়িয়ে দেই। বাকী আমাদের সঙ্গে রাত্রিযাপন করে পরদিন সকালে ওর দল নিয়ে চলে যায়।
এরই মধ্যে আমাদের কাছে খবর আসতে থাকে যে শ্রীনগর এবং লৌহজং থানার মধ্যবর্তী খাল দিয়ে পাক আর্মীরা উভয় পাশের যোগাযোগ রৰা করে এবং মাঝে মধ্যেই পাশ্ববর্তী গ্রামে হামলা করে। এমনি একদিন খবর পেলাম যে আর্মিরা গোয়ালনিমান্দ্রার হাটে হামলা চালাবে। গোয়ালনিমান্দ্রার হাট এই এলাকার একটি বড় হাট। সপ্তাহে একদিন মঙ্গলবার হাট বসে। জানা গেল মঙ্গলবারেই আর্মিরা আসবে। আমি সঙ্গে সঙ্গে আমার ভাই ঝিলুর সঙ্গে পরামর্শ করে তাৎৰণিক সিদ্ধানত্ম নিলাম হাটে গিয়ে এমবুশ পেতে বসে থাকব আমরা। আশপাশের অন্যান্য মুক্তিযোদ্ধা ক্যাম্পগুলোতেও খবর পাঠানো হলো। মঙ্গলবার সকাল ১০টায় দিকে আমরা আমাদের সহমুক্তিযোদ্ধাদের নিয়ে ওই হাটে পজিশন নিলাম। হাটের লোকদের বললাম দ্রুত চলে যেতে। সঙ্গে সঙ্গে হাট একেবারে খালি হয়ে গেল।
আমাদের হাতে খুব বেশি অস্ত্র নেই। মাত্র দু’টি স্টেনগান, দু’টি এসএলআর, ৬টি থ্রি নট থ্রি রাইফেল এবং অল্প কিছু গোলাবারুদ। পাখি শিকারের কয়েকটি বন্দুকও ছিল সঙ্গে। এই-ই ছিল সম্বল। এই নিয়েই পজিশন নিলাম হাটে। আমাদের গ্রম্নপে ছিল কোলাপাড়ার আউয়াল, রতন, জাহাঙ্গীর, কাসেম, দুলালসহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধা। সোলায়মানের নেতৃত্বে আর একটি গ্রম্নপও আমাদের সঙ্গে যোগ দিল। এই গ্রম্নপে ছিল মীর মোশাররফ, কামাল, হাসেম, কাজীর পাগলার আবুল, কেওড়া চিরার মোয়াজ্জেমসহ আরও কয়েকজন।
হঠাৎ চারদিকে গুঞ্জন_মিলিটারি আসছে। খোঁজ নিয়ে জানতে পারলাম খবর মিথ্যা নয়। কামারখোলা গ্রামের পাঁচটি বাড়িতে আগুন দিতে আসছে তারা। সংখ্যায় ৪২ জন। এর মধ্যে ১০ জন পাক আর্মি, ইপিএস-এর ১০জন এবং বাকি সব রাজাকার। আর আমরা মোট ৩৪ জন। আরও কিছু অস্ত্র হাতে এলো আমাদের। যুদ্ধের প্রস্তুতি নিলাম আমরা। দেখলাম, খাল দিয়ে এগিয়ে আসছে পাকবাহিনীর দু’টি লঞ্চ। লঞ্চ যতই এগিয়ে আসছে আমাদের হৃদস্পন্দন ততই বাড়ছে। কি এক উত্তেজনায় আমরা যেন ছট্ফট্ করছি।
একসময় আমাদের রেঞ্জের মধ্যে এসে পড়ে ওরা। স্পষ্ট দেখা যাচ্ছে দুটো লঞ্চের ছাদেই এলএমজি বসানো। ইঞ্জিনের গতি কমিয়ে দেয়া হয়েছে। সামনেই হাট। ওদের লৰ্য সেটাই।
হঠাৎ ঝোপের এক পাশ থেকে গর্জে উঠলো সুবেদার মেজর সোলায়মান_ফায়ার। শুরম্ন হলো এলোপাতাড়ি গুলিবর্ষণ। প্রায় দুই ঘণ্টা যুদ্ধ চলার পর পাকবাহিনীর ১৫জন মারা গেল।
শত্রুপক্ষ তখন মরিয়া হয়ে উঠেছে। পালাবার পথ নেই। হয় আত্মসমর্পণ, না হয় মৃত্যু। তার চেয়ে যুদ্ধই শ্রেয়। আত্মরৰার জন্য একটা ভাল জায়গায় পজিশন নিলো ওরা। আমরা পড়লাম মহা সমস্যায়। কিছুতেই গুলি করা যাচ্ছে না।
তখন আমি জীবনের মায়া ত্যাগ করে আমার ভাই ঝিলুকে বললাম, ‘আমি ওদের লঞ্চে গ্রেনেড মারব।’ আমাদের সবার কোমরে তখন গামছা বাঁধা। ঝিলু এবং আমি দু’জনেই কোমর থেকে গামছা খুলে এক সঙ্গে বাঁধলাম। তারপর জোড়া দেয়া গামছার একপ্রানত্ম আমার পায়ের সঙ্গে বাঁধলাম। অন্য প্রান্ত ঝিলুর হাতে দিলাম। ঝিলু ধীরে ধীরে ঢিল দিচ্ছে আর আমি বুকে হেঁটে সামনে এগুচ্ছি। আমাদের থেকে লঞ্চ যখন মাত্র পনেরো গজ দূরে তখন একটি গ্রেনেড ছুড়ে মারলাম লঞ্চ লৰ্য করে। কিন্তু লৰ্যভ্রষ্ট হলো। কাদার মধ্যে গিয়ে পড়ল গ্রেনেডটি। আমাদের কাছে তখন একটা করে গ্রেনেড। আমারটা লক্ষভ্রষ্ট হলে ঝিলুরটা চাইলাম। ঝিলু নির্দ্বিধায় ওর গ্রেনেডটি আমার হাতে তুলে দিল। আবার ছুড়ে মারি গ্রেনেড। এবার অব্যর্থ লৰ্য। চারজন মারা গেল শত্রম্ন পৰের। একজন রাজাকারসহ সাতজন পাকসেনা ধরা পড়ল পালাতে গিয়ে।
খালের অন্য পাড়ে ছিল দ্বিতীয় লঞ্চটি। সেখান থেকে গুলি ছোড়া হয় আমাদের ওপর। এদিকে আমাদের গুলিও শেষ। বাধ্য হয়ে পিছু হটলাম। যেখানে নৌকা ভিড়িয়ে রেখেছিলাম, গিয়ে দেখলাম নৌকা নেই। নৌকায় যাদের রেখে এসেছিলাম তারা ভয়ে নৌকা নিয়ে সরে পড়েছে। অসহায় হয়ে পড়লাম আমরা। দৌড়ে হাটের পেছন দিকে চলে এলাম। (বাকি অংশ আগামীকাল)
_পুনর্মুদ্রণ
যার যার অস্ত্র হাতে নিয়ে খালে নেমে পড়লাম। প্রায় দেড় মাইল সাঁতরিয়ে নৌকার সন্ধান পাওয়া গেল। গোলাগুলি নিয়ে আবার যখন ফিরে এলাম দেখলাম, মোয়াজ্জেম ঢালী, ইকবাল, সেন্টুসহ আরও কয়েকজন হাটে অবস্থান করছে। সারা দিন যুদ্ধ চলল। রাত আটটায় ওরা আত্মসমর্পণ করল। ওদের কাছ থেকে দু’টি এলএমজি, ৩৩টি রাইফেলসহ অনেক গোলাগুলি উদ্ধার করা হলো। এসব ভাগাভাগি করে নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করলাম আমরা।
মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছে এ খবর গ্রামে গ্রামে পেঁৗছার সঙ্গে সঙ্গেই হাজার হাজার গ্রামবাসী ছুটে এলো আমাদের দেখতে। তাদের সেই উলস্নাস ভাষায় প্রকাশ করা যাবে না। আনন্দে মাতোয়ারা হয়ে গেল সবাই। আমাদের একটু ছুঁতে পারলে যেন ওরা মহা ভাগ্যবান হয়ে পড়বে। মিষ্টির বন্যা শুরম্ন হলো। বিশাল বিশাল ডেকচিতে করে মিষ্টি বিতরণ করা হলো। কিন্তু আমরা মিষ্টি খেতে পারলাম না, আনন্দে অংশ নিতে পারলাম না। সমসত্ম শরীর ক্লানত্মিতে ভেঙ্গে পড়েছে। এই ক্লানত্মি বিজয়ের ক্লানত্মি, এই অবসাদ বিজয়ের অবসাদ। ততৰণে প্রতিটি বাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। এই বিজয়ের তিন/চার দিন পর এরিয়া কমান্ডার ক্যাপ্টেন হালিম চৌধুরী আমাদের কলাকোপা-বান্দুরার তাঁর হেড কোয়ার্টারে ডেকে নিলেন। যুদ্ধে সাহসী অবদানের জন্য তিনি আমাকে শ্রীনগর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার নিযুক্ত করলেন এবং ঝিলুকে সেকেন্ড ইন কমান্ড নিযুক্ত করলেন। থানার ১২টি ইউনিয়নের প্রায় ২৬৮ জন মুক্তিযোদ্ধা নিয়ে একটি শক্তিশালী মুক্তিযোদ্ধা দল গঠন করা হলো।
একদিন খবর পেলাম, শ্রীনগর থানার আর্মি ক্যাম্প গুটিয়ে ফেলা হবে। আর্মিরা পালিয়ে যাবে। এটা নবেম্বর মাসের ঘটনা। আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধানত্ম নিলাম, ওরা পালবার আগেই ওদের ক্যাম্পে হামলা করব। আমি, ঝিলু এবং সেলিম নামের এক সাহসী ছেলে একটি নৌকা করে শ্রীনগর বাজারে যাই। বাজার থেকে আর্মি ক্যাম্প খুব কাছেই। বাজারে গিয়ে ‘ইপকেপের’ এক সদস্যকে ধরে অনেক ফুসলিয়ে ক্যাম্পটাকে রেকি করার ব্যবস্থা করতে বললাম। লোকটি রাজি হলো। সেলিম ওর সঙ্গে ক্যাম্পে গেল। আমি এবং ঝিলু একটু আড়ালে নৌকায় বসে আছি। অনেকৰণ পরে সেলিম ফিরে এলো। জানাল আজ রাতেই আর্মিরা পালাবে। সঙ্গে সঙ্গে ১২টি ইউনিয়নে খবর পাঠিয়ে দেয়া হলো, ‘আমাদের আজই থানায় হামলা করতে হবে। সবাই প্রস্তুত হয়ে এসো।’ এরই মধ্যে এক গ্রামবাসী নদী সাঁতরিয়ে খবর দিল যে আর্মিরা পালবার জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে আমরা মনস্থির করে ফেললাম, এখনই হামলা চালাতে হবে।
তখন ভোর হয় হয়। আমরা অতর্কিত হামলা করলাম। ৬০ জন আর্মি ও ২২ জন রাজাকার মারা পড়ল এই হামলায়। ১৪ জন আহত রাজাকারকে বন্দী করলাম। এর মধ্যে ১০ জন মারা যায়। বাকি ৪ জন বাংলাদেশের আনুগত্য স্বীকার করে আমাদের সঙ্গে থেকে যায়। এদের একজন আনোয়ার এখন ঢাকার সেন্ট্রাল জেলে চাকরি করে। অনেক গোলা বারম্নদ, অস্ত্রশস্ত্র আমাদের দখলে চলে আসে। এরপর একে একে নবাবগঞ্জের শিকারপুরের যুদ্ধ, সৈয়দপুরের যুদ্ধে জয়লাভ করি। সৈয়দপুরের যুদ্ধে একটি চরে ২৮০ জন আর্মিকে আটকে রাখি। কিন্তু কদম আলী নামে কুখ্যাত এক লোক আর্মিদের পালাতে সাহায্য করে। আর্মিরা অবশ্য যাবার সময় ওর বাড়ি জ্বালিয়ে দিয়ে যায়। কদম আলী পালাতে গিয়ে ধরা পড়ে। কদম আলীর বিচারের ভার আমরা না নিয়ে জনগণের হাতে ছেড়ে দেই।
এভাবে প্রতিটি যুদ্ধে জয়লাভ করে বিজয়ের প্রায় একমাস আগেই শ্রীনগর থানায় মুক্তিযুদ্ধের হেড কোয়ার্টার স্থানানত্মরিত করি।
১৬ ডিসেম্বর গোটা বাংলাদেশ শত্রম্নমুক্ত হয়। বিজয়ী হই আমরা। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান পায়। ১৭ ডিসেম্বর ঢাকা আসি আমরা। আমাদের হাতে অস্ত্র। যৌবনের রক্ত টগবগ করছে শরীরে। বিজয়ের উলস্নাসে আত্মহারা আমরা। দেশবাসীর কাছ থেকে শ্রদ্ধাঞ্জলি পাচ্ছি। খোলা আকাশে গুলি ছুড়ে সারা ঢাকা শহরে উলস্নাস চলছে। এত কিছুর মধ্যেও আমরা দিশেহারা। কি করব আমরা? কার কাছে যাব? খবর পেলাম, ইস্কাটনের লেডিস ক্লাবে মুক্তিযুদ্ধের হেড কোয়ার্টার হয়েছে। সেখানে সকল সেক্টর কমান্ডার আসা-যাওয়া করছেন। মেজর হায়দার ভাইর কাছে গেলাম আমরা। তিনি আমাদের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, ‘একটু ধৈর্য ধরো, আমাদের কাছে এখনও কোন নির্দেশ আসেনি।’ ফিরে এলাম আমরা। এভাবে চার/পাঁচ দিন কেটে গেল এ সময়ে সবিস্ময়ে লৰ্য করলাম, মুক্তিযুদ্ধের ভেতর লুকিয়ে থাকা দালাল, সরকারী আমলাতান্ত্রিক কূটচালের খেলা। তরম্নণ যোদ্ধাদের উৎসাহিত করা হলো বিভিন্ন অপকার্যে লিপ্ত হতে। সহজেই তা সম্ভব হলো। কেননা সবার হাতেই তখন অস্ত্র। এভাবেই এক নতুন ষড়যন্ত্রের খেলা শুরম্ন হলো। সুন্দর ও সুশৃঙ্খল নয় মাসের মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবকে একটি বিশৃঙ্খল আতঙ্কের মধ্যে নিৰেপ করার ষড়যন্ত্র শুরম্ন হলো। দিশেহারা মুক্তিযোদ্ধারা অনেকেই বিপথগামী হতে লাগল। কেউ তাদের শানত্ম থাকার উপদেশ দিল না। এর পরের ইতিহাস সবারই জানা। পরবর্তী দু’বছরের মধ্যে দেখা গেল, মুক্তিযোদ্ধাদের কথা শুনলে মানুষ ঘৃণা ও আতঙ্কে মুখ ফিরিয়ে নেয়। এক শ্রেণীর মুক্তিযোদ্ধার অত্যাচারের কথা মুখে মুখে গল্প হয়ে ফিরত তখন। সে সময়ের নেতৃত্ব যদি শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত তবে দেশের আজ এ হাল হতো না।
যার যার অস্ত্র হাতে নিয়ে খালে নেমে পড়লাম। প্রায় দেড় মাইল সাঁতরিয়ে নৌকার সন্ধান পাওয়া গেল। গোলাগুলি নিয়ে আবার যখন ফিরে এলাম দেখলাম, মোয়াজ্জেম ঢালী, ইকবাল, সেন্টুসহ আরও কয়েকজন হাটে অবস্থান করছে। সারা দিন যুদ্ধ চলল। রাত আটটায় ওরা আত্মসমর্পণ করল। ওদের কাছ থেকে দু’টি এলএমজি, ৩৩টি রাইফেলসহ অনেক গোলাগুলি উদ্ধার করা হলো। এসব ভাগাভাগি করে নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করলাম আমরা।
মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছে এ খবর গ্রামে গ্রামে পৌঁছার সঙ্গে সঙ্গেই হাজার হাজার গ্রামবাসী ছুটে এলো আমাদের দেখতে। তাদের সেই উলস্নাস ভাষায় প্রকাশ করা যাবে না। আনন্দে মাতোয়ারা হয়ে গেল সবাই। আমাদের একটু ছুঁতে পারলে যেন ওরা মহা ভাগ্যবান হয়ে পড়বে। মিষ্টির বন্যা শুরু হলো। বিশাল বিশাল ডেকচিতে করে মিষ্টি বিতরণ করা হলো। কিন্তু আমরা মিষ্টি খেতে পারলাম না, আনন্দে অংশ নিতে পারলাম না। সমস্ত শরীর ক্লান্তিতে ভেঙ্গে পড়েছে। এই ক্লান্তি বিজয়ের ক্লানত্মি, এই অবসাদ বিজয়ের অবসাদ। ততৰণে প্রতিটি বাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। এই বিজয়ের তিন/চার দিন পর এরিয়া কমান্ডার ক্যাপ্টেন হালিম চৌধুরী আমাদের কলাকোপা-বান্দুরার তাঁর হেড কোয়ার্টারে ডেকে নিলেন। যুদ্ধে সাহসী অবদানের জন্য তিনি আমাকে শ্রীনগর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার নিযুক্ত করলেন এবং ঝিলুকে সেকেন্ড ইন কমান্ড নিযুক্ত করলেন। থানার ১২টি ইউনিয়নের প্রায় ২৬৮ জন মুক্তিযোদ্ধা নিয়ে একটি শক্তিশালী মুক্তিযোদ্ধা দল গঠন করা হলো।
একদিন খবর পেলাম, শ্রীনগর থানার আর্মি ক্যাম্প গুটিয়ে ফেলা হবে। আর্মিরা পালিয়ে যাবে। এটা নবেম্বর মাসের ঘটনা। আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম, ওরা পালবার আগেই ওদের ক্যাম্পে হামলা করব। আমি, ঝিলু এবং সেলিম নামের এক সাহসী ছেলে একটি নৌকা করে শ্রীনগর বাজারে যাই। বাজার থেকে আর্মি ক্যাম্প খুব কাছেই। বাজারে গিয়ে ‘ইপকেপের’ এক সদস্যকে ধরে অনেক ফুসলিয়ে ক্যাম্পটাকে রেকি করার ব্যবস্থা করতে বললাম। লোকটি রাজি হলো। সেলিম ওর সঙ্গে ক্যাম্পে গেল। আমি এবং ঝিলু একটু আড়ালে নৌকায় বসে আছি। অনেকৰণ পরে সেলিম ফিরে এলো। জানাল আজ রাতেই আর্মিরা পালাবে। সঙ্গে সঙ্গে ১২টি ইউনিয়নে খবর পাঠিয়ে দেয়া হলো, ‘আমাদের আজই থানায় হামলা করতে হবে। সবাই প্রস্তুত হয়ে এসো।’ এরই মধ্যে এক গ্রামবাসী নদী সাঁতরিয়ে খবর দিল যে আর্মিরা পালবার জন্য প্রস্তুত। সঙ্গে সঙ্গে আমরা মনস্থির করে ফেললাম, এখনই হামলা চালাতে হবে।
তখন ভোর হয় হয়। আমরা অতর্কিত হামলা করলাম। ৬০ জন আর্মি ও ২২ জন রাজাকার মারা পড়ল এই হামলায়। ১৪ জন আহত রাজাকারকে বন্দী করলাম। এর মধ্যে ১০ জন মারা যায়। বাকি ৪ জন বাংলাদেশের আনুগত্য স্বীকার করে আমাদের সঙ্গে থেকে যায়। এদের একজন আনোয়ার এখন ঢাকার সেন্ট্রাল জেলে চাকরি করে। অনেক গোলা বারুদ, অস্ত্রশস্ত্র আমাদের দখলে চলে আসে। এরপর একে একে নবাবগঞ্জের শিকারপুরের যুদ্ধ, সৈয়দপুরের যুদ্ধে জয়লাভ করি। সৈয়দপুরের যুদ্ধে একটি চরে ২৮০ জন আর্মিকে আটকে রাখি। কিন্তু কদম আলী নামে কুখ্যাত এক লোক আর্মিদের পালাতে সাহায্য করে। আর্মিরা অবশ্য যাবার সময় ওর বাড়ি জ্বালিয়ে দিয়ে যায়। কদম আলী পালাতে গিয়ে ধরা পড়ে। কদম আলীর বিচারের ভার আমরা না নিয়ে জনগণের হাতে ছেড়ে দেই।
এভাবে প্রতিটি যুদ্ধে জয়লাভ করে বিজয়ের প্রায় একমাস আগেই শ্রীনগর থানায় মুক্তিযুদ্ধের হেড কোয়ার্টার স্থানান্তরিত করি।
১৬ ডিসেম্বর গোটা বাংলাদেশ শত্রম্নমুক্ত হয়। বিজয়ী হই আমরা। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান পায়। ১৭ ডিসেম্বর ঢাকা আসি আমরা। আমাদের হাতে অস্ত্র। যৌবনের রক্ত টগবগ করছে শরীরে। বিজয়ের উলস্নাসে আত্মহারা আমরা। দেশবাসীর কাছ থেকে শ্রদ্ধাঞ্জলি পাচ্ছি। খোলা আকাশে গুলি ছুড়ে সারা ঢাকা শহরে উলস্নাস চলছে। এত কিছুর মধ্যেও আমরা দিশেহারা। কি করব আমরা? কার কাছে যাব? খবর পেলাম, ইস্কাটনের লেডিস ক্লাবে মুক্তিযুদ্ধের হেড কোয়ার্টার হয়েছে। সেখানে সকল সেক্টর কমান্ডার আসা-যাওয়া করছেন। মেজর হায়দার ভাইর কাছে গেলাম আমরা। তিনি আমাদের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, ‘একটু ধৈর্য ধরো, আমাদের কাছে এখনও কোন নির্দেশ আসেনি।’ ফিরে এলাম আমরা। এভাবে চার/পাঁচ দিন কেটে গেল এ সময়ে সবিস্ময়ে লক্ষ করলাম, মুক্তিযুদ্ধের ভেতর লুকিয়ে থাকা দালাল, সরকারী আমলাতান্ত্রিক কূটচালের খেলা। তরুণ যোদ্ধাদের উৎসাহিত করা হলো বিভিন্ন অপকার্যে লিপ্ত হতে। সহজেই তা সম্ভব হলো। কেননা সবার হাতেই তখন অস্ত্র। এভাবেই এক নতুন ষড়যন্ত্রের খেলা শুরম্ন হলো। সুন্দর ও সুশৃঙ্খল নয় মাসের মুক্তিযুদ্ধের বিজয়ের গৌরবকে একটি বিশৃঙ্খল আতঙ্কের মধ্যে নিক্ষেপ করার ষড়যন্ত্র শুরু হলো। দিশেহারা মুক্তিযোদ্ধারা অনেকেই বিপথগামী হতে লাগল। কেউ তাদের শান্ত থাকার উপদেশ দিল না। এর পরের ইতিহাস সবারই জানা। পরবর্তী দু’বছরের মধ্যে দেখা গেল, মুক্তিযোদ্ধাদের কথা শুনলে মানুষ ঘৃণা ও আতঙ্কে মুখ ফিরিয়ে নেয়। এক শ্রেণীর মুক্তিযোদ্ধার অত্যাচারের কথা মুখে মুখে গল্প হয়ে ফিরত তখন। সে সময়ের নেতৃত্ব যদি শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারত তবে দেশের আজ এ হাল হতো না। দেশ আজ সত্যি সত্যি একটি সোনার দেশে পরিণত হতো। সেই আশা, সেই আকাঙ্কাকে এভাবে মুখ থুবড়ে পড়তে দেখে আমাদের মতো মুক্তিযোদ্ধারা আজ এই এত বছর পরেও নীরবে কেঁদে উঠি।
জনকন্ঠ
Leave a Reply