এসএসসি পরীক্ষার্থী অপহরণ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এস,এস,সি পরীক্ষার্থীনিকে জোড়পূর্ব্বক অপহরণের ৫ ঘণ্টা পর উদ্বার করেছে পুলিশ। গতকাল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পুরায় এ ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে পুরাডিসি উচ্চ বিদ্যালয়ের বিক্ষুগ্ধ শিক্ষার্থী এবং অভিভাবকেরা পুরা বাজারে অপহরণকারীর দোকান ভাংচুর করেছে এবং মুন্সীগঞ্জ-দিঘীরপাড় সড়ক অবরোধ করে রাখে। এতে যানবাহন চলাচল ২ ঘণ্টা বন্ধ থাকে।পুলিশ ও স্থানীয়রা জানায়, পুরা বাজারের দোকানদার আকরাম হোসেন পুরা ডি,সি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস,এস.সি পরীক্ষার্থী ডালিয়াকে বিয়ের প্রস্তাব পাঠায়। ডালিয়ার পিতা সাদেক সরকার ও তার আÍীয়স্বজন এ প্রস্তাব ফিরিয়ে দেয়। গতকাল বুধবার ডালিয়া অন্যান দিনের মত প্রাইভেট পড়তে যাওয়ার সময় আকরাম হোসেন তারঅপর ১ সঙ্গীকে নিয়ে নিয়ে তাকে অপহরণ করে সি,এন,জি যোগে পালিয়ে যায়। খবর পেয়ে পুরা ডি.সি উচ্চ বিদ্যায়ের শিক্ষার্থীরা পুরা বাজারের অপহরণকারীর দোকানে হামলা চালায়।টঙ্গীবাড়ি থানার ওসি এ,কে,এম শহিদুল ইসলাম জানান, অপহৃত শিক্ষার্থীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে উদ্বার করা হয়েছে। এ ব্যাপারে মেয়ের বাবা সাদেক সরকার থানায় মামলা করেছে।

বাংলাদেশনিউজ২৪x৭.কম

Leave a Reply