সার্বভৌমত্ব ও গণতন্ত্র সমুন্নত থাকলেই তাঁর আত্মা শান্তি পাবে

বীর মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খান স্মরণে শহীদ মিনারে নাগরিক শোকসভা
বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মেজো ভাই উইংকমান্ডার (অব) এম হামিদুল্লাহ খান বীরপ্রতীক স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই শোকসভার আয়োজন করে। এতে বক্তারা বলেন, হামিদুলস্নাহ খান অত্যন্ত বিনয়ী, নম্র ও ভদ্রলোক ছিলেন। তিনি ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা বলে শেষ করা যাবে না। দেশের বর্তমান অবস্থায় তার মতো বড়মাপের ত্যাগী ও দেশপ্রেমিক, নির্ভীক ও আদর্শবান রাজনীতিবিদের বড় বেশি প্রয়োজন ছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সমুন্নত রাখতে পারলেই তাঁর আত্মা শান্তি পাবে। সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিৰক সমিতির সাবেক সভাপতি ড. সদরম্নল আমিন, বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারম্নফ কামাল খান সোহেল, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, মনির খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউলস্নাহ চৌধুরী, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বাকের হোসেন, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ, মুক্তিযোদ্ধা ডা. মোঃ আবদুল কুদ্দুস, কর্নেল (অব) আবদুল লতিফ, মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইউসুফ আলী ও ডা. সাইফুলস্নাহ প্রমুখ। অনুষ্ঠানে হামিদুলস্নাহ খানের ছোট ছেলে মুরাদ হামিদ খান সানিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরম্নর আগে কোরান তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মরহুম হামিদুলস্নাহ খানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশকে স্বাধীন করার জন্য হামিদুলস্নাহ খান জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। তিনি বলেন, আজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। দেশের অর্থনীতি বিপর্যসত্ম। দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে মানুষ দিশেহারা। তাই বর্তমান অযোগ্য সরকারকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অৰুণ্ন রাখতে পারলে হামিদুলস্নাহ খানের আত্মা শানত্মি পাবে।

কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, হামিদুলস্নাহ খানসহ আমরা অনেকেই জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছিলাম। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। তিনি ৰোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধা হামিদুলস্নাহ খানকে আমরা আজ যেভাবে সম্মান জানাচ্ছি, দুঃখজনক হলেও সত্য তিনি জীবিত থাকতে তা পারিনি। হামিদুলস্নাহ খান মারা যাওয়ার পরও সরকারের তরফ থেকে যথাযথ সম্মান প্রদর্শন না করায় তিনি বলেন, সরকারের এই আচরণের কারণেই দেশ আজ ধ্বংসের পথে। আর এই ধ্বংসের হাত থেকে দেশকে রৰা করতে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের হাত থেকে দেশকে রৰা করতে হবে।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশের বর্তমান অবস্থায় হামিদুলস্নাহ খানের মতো ত্যাগী, সৎ ও আদর্শ নেতার আজ বড় বেশি প্রয়োজন ছিল।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, হামিদুলস্নাহ খান আমার বাল্যবন্ধু। চতুর্থ শ্রেণী থেকে আমরা একসঙ্গে পড়তাম। বাড়িও পাশাপাশি গ্রামে। তিনি একজন বড় মুক্তিযোদ্ধা ছিলেন। আমি তাঁকে শ্রদ্ধা জানাতে ৭৮ সালের পর শহীদ মিনারে আসা বন্ধ করলেও আজ আবার এসেছি। আমি তাঁর জন্য দোয়া করি, তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ বলেন, হামিদুলস্নাহ খান অত্যনত্ম ভদ্রলোক ছিলেন। তাঁর সঙ্গে আমি ১১নং সেক্টরে যুদ্ধ করেছি। তিনি ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কিন্তু তাঁর মতো মুক্তিযোদ্ধার মৃতু্যর পরও আওয়ামী লীগ শ্রদ্ধা জানাতে পারেনি। সংসদ ভবনের দৰিণ পস্নাজায় জানাজাকালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্যও উপস্থিত থাকেননি। অথচ মাত্র ১০০ গজ দূরেই ৩৫০ জন সংসদ সদস্য থাকেন।

মেজর হাফিজ বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। দেশে আজ স্বৈরতন্ত্র চলছে। তাই এই সরকারের বিরম্নদ্ধে একযোগে সংগ্রাম করে আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

শমসের মবিন চৌধুরী বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদেরও সম্মান দিতে জানে না। তিনি বলেন, মৃতু্যর পর হামিদুলস্নাহ খানকে সম্মান না জানিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে।

জনকন্ঠ

Leave a Reply