জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেল মুন্সীগঞ্জ

প্রাথমিক সমাপনী পরীক্ষা
মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : প্রাথমিক সমাপনী পরীক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে মুন্সীগঞ্জ জেলা। প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সোমবার ঢাকার ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলমের হাতে।

গত ২৬ ডিসেম্বর প্রকাশিত ২০১১ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৯ শতাংশ। এবার এই জেলায় ২২হাজার ৯৭৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২২৯৫১ শিক্ষার্থী। এর মধ্যে ‘এ প্লাস’ পেয়েছে ১৪১৭, ‘এ’ ৭৪৬৮, ‘এ মাইনাস’ ৫৯৮৬, ‘বি’ ৪৪৭৮, ‘সি’ ৩২১২ ও ‘ডি’ গ্রেড পেয়েছে ৩৯০ শিক্ষার্থী। গোটা জেলায় ফেল করেছে মাত্র ২৫ জন শিক্ষার্থী । জেলার মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি, লৌহজং ও শ্রীনগর উপজেলায় শতভাগ এবং গজারিয়ায় ৯৯ দশমিক ৯২ ও সিরাজদিখন ৯৯ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

বিগত ২০১০ সনের ফলাফলেও মুন্সীগঞ্জ জেলা জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম পুরস্কার গ্রহনের পর প্রতিক্রিয়ায় জানান, এই পুরস্কার মুন্সীগঞ্জের শিক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিবে। আগামীতে এই জেলা আরও ভালো ফলাফলের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply