পূর্ণ সম্পাদকের দায়িত্ব পেলেন ইমদাদুল হক মিলন ও নঈম নিজাম

দৈনিক কালের কণ্ঠের পূর্ণ সম্পাদক হিসেবে ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিনের পূর্ণ সম্পাদক হিসেবে নঈম নিজাম দায়িত্ব পেয়েছেন। দৈনিক কালের কণ্ঠের দুই বছর পূর্তি অনুষ্ঠানের দিনেই এ ঘোষণা আসলো।

মঙ্গলবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এর আগে দু’জনই নিজ নিজ সংবাদপত্রে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন গত বছরের ৪ জুলাই কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সংবাদপত্রটির জন্মলগ্ন থেকে এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

অসংখ্য জনপ্রিয় উপন্যাসের রচয়িতা, নাট্যকার ও উপস্থাপক ইমদাদুল হক মিলন সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম গত বছরের ১৫ নভেম্বর সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এর আগে সংবাদপত্রটির শুরম্ন থেকেই এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

নঈম নিজাম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা ও এসটিভি ইউএস-এ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বার্তা২৪

Leave a Reply