টঙ্গিবাড়ীতে তামাকের ব্যাপক আবাদ

গত দুই বছর আলুতে লোকসান গুনে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কোনো কোনো চাষি তামাক চাষে ঝুঁকে পড়েছেন। বিগত বছরগুলোতে তামাক চাষ তেমন একটা না হলেও এ বছর কম চালানে কৃষকরা তামাক চাষে স্বাচ্ছন্দ্য বোধ করছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর প্রায় ৭০০ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে যা বিগত বছরের তুলনায় ৭ গুণ। উপজেলার দোরাবতী এলাকার তামাক চাষি ওসমান শেখ জানান, শিলাবৃষ্টি না হলে তামাক চাষে অধিক লাভ হবে, আলুর মতো লোকসান গুনতে হবে না। উপজেলার মাকহাটি, আলদি, চাপ ও লাখারন এলাকায় বেশি তামাকের আবাদ হয়েছে বলে স্থানীয় চাষিরা জানিয়েছেন। এ ছাড়া আউটশাহী, যশলং, কামারখাড়া এলাকায়ও তামাকের আবাদ করা হয়েছে।

ডেসটিনি

Leave a Reply