মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে বৃহস্পতিবার প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়াকে মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। পরে তাকে মুন্সীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত প্রধান শিক্ষক বাদী হয়ে ১২ জনকে আসামি করে থানায় অভিযোগ দাখিল করেছেন। এ সময় স্থানীয় মেম্বার মো. রহিমসহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, স্কুলের ক্লাশ রুটিনকে কেন্দ্র করে রিনা আক্তার নামের এক সহকারী শিক্ষক পরিকল্পিভাবে প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার সঙ্গে ঝগড়া বাঁধায়। এসময় ওই শিক্ষিকার স্বামী সিরাজ বেপারী, খোরশেদ মাদবর গং স্কুলের অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে কিল ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে অন্যান্য এবং শিক্ষকসহ অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে তাদের উদ্ধার করে।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, দাখিলকৃত অভিযোগের তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তা২৪
Leave a Reply