বৃদ্ধ ভাতাই সোবহান পাগলের একমাত্র চলার অবলম্বন

শামীম বেপারী: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও সমাজকল্যান ক্লাবের ভিতরে ২ বছর যাবৎ বসবাস করছেন সোবহান পাগল (৮০) । আশে পাশে র্কোট টাই পড়া কোন ভদ্রলোককে দেখলেই জিজ্ঞাসা করেন বৃদ্ধ ভাতার টাকা কবে দিবে সরকার।

মাসে ৩ শত টাকা বৃদ্ধ ভাতাই তার একমাত্র চলার উপার্জন। সে জানালো ৩ মাস পর পর ৯ শত করে টাকা পান যা দিয়ে চলে তার সংসার। সংসার বলতে সমাজকল্যান সংস্থার মধ্যে বিভিন্ন প্রকার প্রশাধনীর মোড়ক টুকিয়ে বেশ সুন্দরভাবে সাঁজিয়েছেন নিজের আবাসস্থলটি। দেখলে মনে হয় কোন প্রশাধনী দোকান। ধার্মিক এই লোকটি সব সময়ই গুছানো ও সুন্দর জীবনের দিকে আকৃষ্ট হলেও বাঁধ সেজেঁছে দারিদ্রতা। উপজেলার গারুরগাও গ্রামের নিজামউদ্দিন চকিদার এর ছেলে সোবহান পাগল । নদীতে বাড়ি ভাঙ্গার পর থেকে হয়েছেন সহায় সম্বলহীন। স্ত্রী মারা গেছেন প্রায় ৩ বছর । তারপর হতে বিভিন্ন আপ্তিয় স্বজনের বাসায় কেটে যায় একটি বছর। বৈবাহিক জীবনে তার ৩ কন্যা থাকলেও তেমন খোঁজ নেননা কেউ। অবশেষে আশ্রয় নিয়েছেন এই সমাজকল্যান ক্লাবের ভেতরে। মাঝে মাঝে সমাজকল্যান ক্লাবের লোকজন তার আসবাবপত্র ফেলে দেন চলে যেতে বলেন এখান থেকে। যাওয়ার কোথায়ও যায়গা নেই কুড়িয়ে আবার আশ্রয় নেন ক্লাবটির ভেতরেই। রন্না বান্না হয়না তার । পাশেই পাঁচগাঁও বাজার জামে মসজিদের ইমাম সাহেবের সমাজ হতে পাওয়া খাবারের যে অতিরিক্ত অংশ থেকে যায় তাই খেয়ে কোন রুপ অদাহারে অনাহারে থাকেন তিনি। যে সময় অতিরিক্ত খাবার না থাকে না খেয়েই থাকতে হয় সোবহান পাগল এর। মাঝে মাঝে অনাহারে ২-৩ দিনও চলে যায় । তরপরও মানুষের কাছে সেভাবে হাত পেতে চাননা কিছু।

পাঁচগাঁও ক্লাবের ভিতরে নীজ আবাসস্থলে সোবহান পাগল

Leave a Reply