শ্রীনগরে অ্যাম্বুলেন্সে লাশ ফেলে পালাল শ্বশুর বাড়ির লোকজন!

মুন্সীগঞ্জের শ্রীনগরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে শ্বশুরালয়ে গিয়ে মো. ডালিম (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঢাকা-মাওয়া মহাসড়ক জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় অ্যাম্বুলেন্সের ভেতর ওই যুবকের লাশ ফেলে রেখে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেলে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়। রাতেই শ্রীনগর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পারিবারিক তিক্ততা থেকে রাত ১১টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ভূঁইচিত্র গ্রামে শ্বশুরালয়ে গিয়ে ওই যুবক নিজেই বিষপান করে আত্মহনন করেছে বলে স্ত্রী ফিরোজা বেগম ও শ্বশুর আলী আহম্মদ দাবি করেছেন। তবে, নিহতের বাবা বারেক মোল্লার দাবি, নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বশুর বাড়ির লোকজন মুখে বিষ ঢেলে দিয়ে তার ছেলেকে হত্যা করেছে।

এদিকে, এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিহতের মামা শ্বশুর নুরুল ইসলাম নিহতের বাড়ি থেকে ভাগি্ন জামাই ডালিমকে ডেকে নিয়ে যায় শ্বশুর বাড়িতে। সেখানে রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এতে শ্বশুর বাড়ির লোকজন তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথিমধ্যে হাসাড়া নামক স্থানে সে মারা যায়। এমতাবস্থায় শ্বশুর বাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে আসে। পরে অ্যাম্বুলেন্সের চালকের দেওয়া খবরের ভিত্তিতে যুবকের লাশ উদ্ধার করে। নিহত ডালিম শ্রীনগর উপজেলার নন্দীপাড়া গ্রামের বারেক মোল্লার ছেলে। ডালিমের সঙ্গে ২ বছর আগে একই উপজেলার ভূঁইচিত্র গ্রামের আলী আহমেদের মেয়ে ফিরোজা বেগেমর বিয়ে হয়। দেড়-মাস আগে এ দম্পতির সংসারে একটি কন্যা সন্তান জন্ম হয়। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষপানে যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে রহস্য থাকবে না।

ডেসটিনি

Leave a Reply