সংগীতাঙ্গনে গত প্রজন্মের সফল শেষ বংশধর আসিফ আকবর। আর চলতি প্রজন্মের সফল প্রথম বংশধর হাবিব ওয়াহিদ। মজার ঘটনা হলো, এই দুই পূর্ব আর উত্তরসূরি বর্তমান সময়ে ভুগছেন একই যন্ত্রণায়। যন্ত্রণাটির নাম ফেসবুকের ফেক আইডি। এই দুই তারকার ফেসবুক আইডি কিংবা ফ্যান পেজের সংখ্যা ন্যূনতম পাঁচ শতাধিক। অর্থাৎ লাখো ভক্ত-শ্রোতা প্রতিদিন-প্রতিনিয়ত ছদ্মবেশী আসিফ-হাবিবের সঙ্গে যোগাযোগ করে চলেছেন আসল ভেবে। অথচ আসিফ কস্মিনকালেও ফেসবুক একাউন্ট খোলেননি কিংবা এ বিষয়ে তিনি খুব একটা জানেনও না। এ নিয়ে গেল সপ্তাহে মানবজমিন-এর কাছে মুখ খোলেন আসিফ। পত্রিকার মাধ্যমে ভক্ত-শ্রোতাদের কাছে প্রকাশ করেন ফেসবুক কেন্দ্রিক চলমান যন্ত্রণার কথা। অনেকটা একই যন্ত্রণা আর হতাশা নিয়ে চলতি সপ্তাহে মুখ খোলেন চলমান সংগীত বিস্ময় হাবিব। তিনি রাখঢাক না করে একরকম হতাশা নিয়েই বলেন, ফেসবুকের ফেক আইডিগুলো নিয়ে অনেক যন্ত্রণায় আছি। আমার ভক্ত-শ্রোতা-বন্ধুরা এসব ফেক আইডি কিংবা ফ্যান পেজের মাধ্যমে নিয়মিত বিভ্রান্ত হচ্ছে। এসব একাউন্ট যে আমার নয়, সেটা মাইকিং করেও মানুষকে বোঝানো যাচ্ছে না। অথচ এসব কারণে প্রতি মুহূর্তে-প্রতিদিন আমি একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এসব কারা করছে? কোথায় বসে করছে, তার হদিসও পাচ্ছি না।
হাবিব আরও বলেন, এটা আমার জন্য খুবই হুমকিস্বরূপ। হাবিবের কথার সূত্র ধরে ফেসবুকে ‘হাবিব’ নামে সার্চ দিতেই সামনে চলে এলো অন্তত শ’তিনেক হাবিব ওয়াহিদ। যার মধ্যে ৯৯ ভাগই সংগীতশিল্পী হাবিবের ছবিসংবলিত। সম্ভবত ফেসবুকের এমন অনাকাঙ্ক্ষিত অত্যাচারের কথা মাথায় রেখেই ব্যস্ত হাবিব গেল ক’মাস ধরে নিয়মিত মেনটেইন করছেন নিজের আসল ফেসবুক একাউন্টটি। এখন তিনি সুযোগ পেলেই বসেন ফেসবুকে। মুড ভাল থাকলে চ্যাট করেন ভক্তদের সঙ্গে। নিজের চলমান ব্যস্ততা কিংবা ভাবনার কথা প্রকাশ করেন স্ট্যাটাস দিয়ে। নিজের ছবি কিংবা প্রিয় বিড়ালের ছবি যখন-তখন আপলোড করেন মুঠোফোনে তুলে। নিজের একাউন্ট ছাড়াও ভক্তদের ভুল ভাঙাতে কিংবা বিভিন্ন ভুয়া ফ্যান পেজ থেকে তাদের রক্ষা করতে চলতি সপ্তাহে ফেসবুকে একটি ফ্যানপেজও খুলেছেন হাবিব।
যার লিংক হলো www.facebook.com/habibwahidonline। যেখানে এরই মধ্যে যোগ দিয়েছেন মাত্র ৯১৪ জন। নিজের আসল ফ্যান পেজ প্রসঙ্গে হাবিব বলেন, মজার বিষয় হলো যে ফ্যান পেজটা প্রথমবারের মতো আমি নিজেই করলাম, অনেক ভক্ত-শ্রোতা সেটাকেই এখন ভুয়া ভাবছে। আর পুরনোগুলোকে ভাবছে আসল! এটাই হচ্ছে বড় কষ্টের কিংবা হাস্যকর বিষয়। ফলে এখন আমাকে প্রায় সময় পরীক্ষা দিতে হয় ফেসবুক বন্ধুদের কাছে। কি বলবো, বিকৃত রুচির কিছু মানুষ কমিউনিকেশনের এ সুন্দর ব্যবস্থাটিকে মিসইউজ করছে। সে জন্যই আমি বিষয়টি নিয়ে খুব সিরিয়াস। তাই আমি সবার কাছে অনুরোধ করছি ফেক আইডি থেকে নিরাপদ থাকুন। আর www.facebook.com /habibwahidonline -এ লিংকে আমাকে পাবেন। জানা যায়, শুধু ফেসবুকেই নয়, ভক্তদের নিজের সঙ্গে রাখতে হাবিব এরই মধ্যে তৈরি করছেন নিজস্ব ওয়েবসাইট। একাউন্ট খুলছেন ইউটিউব এবং টুইটারে। আর এর সবটাই চালু হবে মাস দুয়েকের মধ্যে। হাবিব বলেন, সত্যি বলতে আমি ফেসবুকের ভুয়া আইডিগুলো নিয়ে খুবই মনোবেদনায় আছি। তাই এর একটা সমাধান ছাড়া আমি থামছি না। শুধু তাই নয়, আমার ফেসবুক আইডি-ফ্যানপেজ, ব্যক্তিগত ওয়েবসাইট, টুইটার এবং ইউটিউব একাউন্টগুলোকে নিয়ে একটি লিংকও দাঁড় করাচ্ছি। ফলে আমার বন্ধু-ভক্তরা একসঙ্গে আমাকে পাবে সব মাধ্যমে। যেখানে আমি চালু করতে যাচ্ছি ছবি-কমেন্ট-ইনফরমেশন-চ্যাট ছাড়াও ব্লগিং সিস্টেম। হাবিবের এ পেজগুলোতে মিলবে নিজের আনরিলিজড এবং রিলিজড ট্র্যাকগুলোর চুম্বক অংশও। হাবিবের ইচ্ছা আছে এ সাইটগুলোকে একসুতোয় গেঁথে চলমান ডিজিটাল নৈরাজ্য ঠেকিয়ে দিতে। এবং সেটা করে দেখাবেন- এমনটাই হলফ করে বলছেন হাবিব ওয়াহিদ।
মানবজমিন
Leave a Reply