পাঁচ বছর পর…

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর স্টেজে ফিরছেন জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান। ইতিমধ্যে স্টেজে ফেরার সব প্রস্তুতি গ্রহণ করেছেন তিনি। প্রায় সাড়ে তিন বছর পড়াশোনার জন্য দেশের বাইরে অবস্থান করেছেন তাহসান। দেশে এসে গত বছর নিজের একক অ্যালবাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। গত বছরের মাঝামাঝিতে নিজের সুর-সংগীতায়োজনে প্রকাশ হয় তার সর্বশেষ একক ‘প্রত্যাবর্তন’। এ অ্যালবাম তৈরি, প্রকাশ, প্রচারণা এবং মূল পেশা শিক্ষকতা নিয়ে দেশে আসার পর থেকেই তুমুল ব্যস্ত সময় কাটিয়েছেন তাহসান। এরমধ্যেই অভিনয় করছেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত চলচ্চিত্র ‘টু বি কনটিনিউ’তে। সব মিলিয়েই প্রায় পাঁচ বছর ধরে স্টেজ থেকে দূরে ছিলেন তাহসান। তবে গত প্রায় দেড় মাস ধরে লাইভ কনসার্টে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতিমধ্যে নিজস্ব একটি সেটআপও তৈরি করেছেন। সেই সেটআপ নিয়ে প্রতিদিনই চলছে তাহসানের প্র্যাকটিস। খুব শিগগিরই জমকালো একটি আয়োজনের মধ্য দিয়ে তিনি আবারও লাইভ শুরু করছেন। আর সেটা হতে যাচ্ছে অভিজাত কোন ভেন্যুতে। এদিকে লাইভের ব্যাপক প্রস্তুতি নেয়ার কারণে অ্যালবামের কাজে সাময়িক বিরতি নিয়েছেন তাহসান। এই বছরটিতে লাইভ কনসার্টই বেশি করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে যেনতেন লাইভ নয়, বড় পরিসরের লাইভেই শুধু অংশ নেবেন তিনি। এ লাইভে নিজের জনপ্রিয় গানগুলো ছাড়াও কাভার সংও গাওয়ার সম্ভাবনা রয়েছে তার। পাঁচ বছর পর প্রথম লাইভ কনসার্টটি চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতেই হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে তাহসান বলেন, লাইভ কনসার্টের প্রতি আমার সব সময়ই আলাদা একটা টান রয়েছে। সংগীতের আসল মজা লাইভে। তবে সব সময়ই আমি যেনতেন লাইভে বিশ্বাসী না। দীর্ঘদিন পর লাইভে ফিরছি। তাই বেশ ভালভাবে প্রস্তুতিটা নিচ্ছি। আশা করছি ভাল কিছুই হবে।

মানবজমিন

Leave a Reply