টঙ্গীবাড়ীতে পাওনা টাকা আনতে গিয়ে প্রবাস ফেরত যুবক নিখোঁজ

জাহাঙ্গীর আলম: মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিন কোরিয়া ফেরত সালাউদ্দিন শেখ (৩০) নামক এক যুবক পাওনা টাকা আনতে গিয়ে ৩ (তিন) দিন যাবত নিখোঁজ রয়েছে। জানা যায়, উপজেলার বেতকা ইউনিয়নের চরছটফটিয়া গ্রামের মোঃ রহিম শেখের ছেলে সালাউদ্দিন ৭ বছর প্রবাসে চাকুরী শেষে দেশে ফেরত আসে। সাউথ আফ্রিকায় তার ছোট ভাই ইসমাঈল কর্মরত আছে সে সালাউদ্দিনের কাছে জেলার সিরাজদিখান থানার নাইসিং গ্রামের মোঃ মতিন সৈয়ালের ছেলে মোঃ মাসুদের মাধ্যমে ২ (দুই লক্ষ) টাকা পাঠায়। ঘটনার দিন বিকাল ৪টায় মাসুদ সালাউদ্দিনকে তার প্রাপ্য টাকা নেওয়ার জন্য মাসুদ বেতকা বাজারে আসতে বললে সে সেখানে গিয়ে আর ফেরত আসে নাই। এ বিষয়ে সালাউদ্দিনের বাবা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি ডায়েরী করেন যাহার নং ৭১৬। এ বিষয়ে সালাউদ্দিনের পিতা জানান, সালাউদ্দিন বাড়ী থেকে যাওয়ার সময় তাহার সঙ্গে ০১৭৪১২৩১৬৬৬ নাম্বারের মোবাইল ফোনটি সঙ্গে ছিল। এছারা টাকার জন্য আমার ছেলে যে মাসুদের নিকট গিয়ে ছিল ঐ দিন থেকে তাকে ও পাওয়া যাচ্ছে না। মাসুদের পরিবারের লোকজন তার কোন খোঁজ দিতে রাজী হচ্ছে না। এ বিষয়ে আমি সিরাজদিখান থানায় তথ্য দিলে থানা কর্তৃপক্ষ প্রথমে আমার নিকট তথ্য নিলেও ঘন্টা খানেক পর আমার সাথে খারাপ ব্যবহার করে বের করে দেয়। এ বিষয়ে সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকতা জানান, তিনি ঘটনাস্থল যেহেতু তাকে টঙ্গীবাড়ীতে মামলা করতে বলেছি।

Leave a Reply