বিজয়ের ৪০ বছর উপলক্ষে রোববার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়েছে। মুন্সীগঞ্জ প্রেস ক্লাব ও মুন্সীগঞ্জ চলচ্চিত্র দর্শক ফোরামের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ চলচ্চিত্র প্রদর্শন হবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বাবুল। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ চলচ্চিত্র পরিচালক সাইফুল ওয়াদুদ হেলাল, নাহিদুল রহিম আনন্দ, সুকদেব, প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হামান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু, সাংবাদিক মু. আবুসাঈদ সোহান, চলচ্চিত্র দর্শক ফোরামের আহবায়ক মো. জুনায়েদ, চিত্রকর আব্দুস সাত্তার মানিক, সাংবাদিক সুজন হায়দার জনি প্রমুখ।
প্রথম দিন প্রদর্শীত হয় সাইফুল হেলালের ‘অপরাজেয় বাংলা’, নাহিদুল রহিম আনন্দের ‘বিধবাদের গ্রাম’ ও সুকদেবের ‘নাইন মানথ টু ফ্রিডম’।
দ্বিতীয় দিন প্রদর্শীত হবে ‘আল-বদর’, ‘ডেটলাইন বিডি’, ‘হিসটোরিকাল ডটার-১’ প্রভৃতি।
সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
বার্তা২৪
Leave a Reply