মুন্সীগঞ্জে দেবরের হাতে প্রহৃত

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় গতকাল রোববার সকালে মঞ্জু বেগম (৩৮) নামে এক গৃহবধূ দেবর ও তার লোকজনের হাতে প্রহৃত হয়েছেন। আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে দেবর আনু মোল্লা ও তার ছেলে রাসেলের নেতৃত্বে পিটিয়ে আহত করা হয় গৃহবধূ মঞ্জুকে। আহত গৃহবধূ বাদী হয়ে সদর থানায় অভিযোগ করেছেন। গৃহবধূ মঞ্জু ওই এলাকার আব্দুল আলী মোল্লার স্ত্রী। সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান আহমেদ জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেসটিনি

Leave a Reply